Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের রাধাপুর সরকারী প্রাইমারী স্কুল একজন শিক্ষক দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ পদ সংখ্যা ৭। কর্মরত আছেন ২জন। একজনকে থাকতে হয় দাপ্তরিক কাজ নিয়ে ব্যস্ত। রইল বাকী এক। আর এ একজন দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। দীর্ঘদিন ধরে এভাবেই চলছে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের রাধাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম। স্থানীয় সূত্রে জানা গেছে, রাধাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩ শত ৬৫ জন। ওই স্কুলে ৭টি শিক্ষকের পদ থাকলেও দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকসহ ৫ জন শিক্ষক দ্বারা পরিচালিত হয়ে আসছিল। এ ৫জন শিক্ষক দ্বারা পাঠদান ও ক্লাস নিতে হিমশিম খেতে হতো। এরমধ্যে একজন শিক্ষককে নবীগঞ্জ শহরের নহরপুর সরকারী প্রাইমারী স্কুলে ডেপুটেশনে বদলী করা হয়। এমতাবস্থায় ২০১৫ সালের প্রথম দিকে বদলী প্রক্রিয়া শুরু হলে শিক্ষক শিল্পী রানী সুত্রধরকে মৌলভীবাজার এবং প্রনতি রানী দাশকে সোনাপুর প্রাইমারী স্কুলে বদলী করেন কর্তৃপক্ষ। এর পর থেকে ২জন শিক্ষক দিয়েই চলছে শিক্ষা কার্যক্রম। এ ২জনের মধ্যে প্রধান শিক্ষক দাপ্তরিক কাজে বেশীর ভাগ সময়ই অফিসে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে হয়। ফলে একজন শিক্ষক দিয়ে চলছে ৫টি ক্লাসে অধ্যয়নরত ৩ শত ৬৫ জন ছাত্র-ছাত্রীর পাঠদান। এছাড়া রয়েছে স্থান সংকুলানের অভাব। একদিকে শিক্ষক সংকট অন্যদিকে স্থান সংকুলানের কারণে বিদ্যালয়ে পড়ালেখা চরমভাবে ব্যাহত হচ্ছে। এর সুরাহা না হলে কোমলমতি শিশুদের ভবিষ্যত অন্ধকারাচ্ছন্ন। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন গ্রামবাসী।