Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ বাউসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরন অনুষ্ঠিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে লন্ডন প্রবাসী কালাভরপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক মান্নান খাঁনের আর্থিক সহযোগীতায় সংবর্ধনা, কৃতি শিক্ষার্থীদের বার্ষিক পুরস্কার বিতরন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাওছার আহমদের সভাপতিত্ব ও শিক্ষক মধু সূদন ভট্টাচার্য্যরে পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী। সভায় বিশেষ অতিথি ছিলেন বাউসা ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ারুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান কামাল, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী, ইউপি মহিলা সদস্য মোছাঃ নুরুন্নাহার, শাহ তৌহিদ মিয়া, মহিবুর রহমান চৌধুরী, বাছিতুর রহমান চৌধুরী, সাইফুর রহমান সোহাগ, আল হেলাল, মোফাজ্জল হোসেন প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী বলেন, বাউসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অধিক শিক্ষার্থী ও জরাজীর্ণ ভবনের কারনে অগ্রাধিকার ভিত্তিতে ১নং তালিকায় পিইডিপি প্রকল্পে অধীনে ভবন নির্মানের ঘোষনা দেন এবং জরুরী ভিত্তিতে বিদ্যালয়ের বিপদজনক গর্ত মাটি ভরাট করে সমতল করার আশ্বাস দেন। বিশেষ অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ারুর রহমান বিদ্যালয়ের অসমাপ্ত দেয়াল নির্মান কাজ সম্পন্ন করার আহবান জানান এবং লন্ডন প্রবাসী শাহ ছালিক মিয়ার বিদ্যালয়ে ফ্যান প্রদানের প্রশংসা করেন। উল্লেখ্য, লন্ডন প্রবাসী মান্নান খাঁন বিগত ৩ বছর যাবত বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করে আসছেন। উক্ত সভা ও মিলাদ মাহফিলে বিপুল সংখ্যক অবিভাবক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।