Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে স্বামীর চুরির মামলায় স্ত্রী জেলে ॥ শ্যালক পলাতক

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে লন্ডন প্রবাসী স্বামীর পাসপোর্ট, নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল চুরি এবং মেয়েকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে স্বামীর দায়ের করা মামলায় স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। লন্ডন প্রবাসী স্বামী হচ্ছেন-নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের আব্দুস ছমেদ। গ্রেফতারকৃত স্ত্রী হচ্ছেন-মৌলভীবাজার জেলার সাটিয়া আলমপুর গ্রামের মৃত আব্দুল গনির মেয়ে ছবুরা বেগম।
অভিযোগে জানা গেছে, উপজেলার বড় ভাকৈর (পুর্ব) ইউনিয়নের হরিনগর গ্রামের লন্ডন প্রবাসী হাজী আব্দুস ছমেদ মবিন এর বিবাহিত স্ত্রী মৌলভীবাজার জেলার সাটিয়া আলমপুর গ্রামের মৃত আব্দুল গনির মেয়ে ছবুরা বেগম ও তার ভাই আব্দুল আলীর সহযোগিতায় বিগত ৪ জুন সন্ধ্যায় লন্ডনী স্বামীর অনুপস্থিতিতে ঘরে থাকা নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, ৭ ভড়ি স্বর্ণ (যার মুল্য প্রায় ৩লাখ টাকা), ৫০ টাকা নোটের ৩০টি পাউন্ড, ৫০ হাজার টাকা মুল্যমান কাপড় ও ব্রিটিশ পাসর্পোট চুরি করে চম্পট দেয়। লন্ডনী আব্দুস ছমেদ মাগরিবের নামাজ শেষে বাড়ি ফিরে স্ত্রী ও শ্যালককে ঘরে না পেয়ে খোজাখুজি করে ঘরে থাকা উল্লেখিত মালামাল না পেয়ে সন্দেহ হয়। পরে জানতে পারেন স্ত্রী ও শ্যালক মিলে উপরোক্ত মালামাল নিয়ে চম্পট দিয়েছে। এক পর্যায়ে গত ৫ জুন নবীগঞ্জ থানায় মামলা নং-৭ তারিখ ৫-০৬-২০১৫ইং দায়ের করেন। মামলার প্রেক্ষিতে মঙ্গলবার দিবাগত গভীর রাতে মৌলভীবাজার থানা পুলিশের সহযোগিতায় নবীগঞ্জ থানার এসআই আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ পিত্রালয় থেকে ছবুরা বেগমকে গ্রেফতার করেন। শ্যালক আব্দুল আলী পলাতক রয়েছে।