Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ভাঙ্গা ঘরে চাঁদের আলো

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে মেধাবী ছাত্রী রিপা রানী দাস। সে ভাল ফলাফল করলেও প্রতিবন্ধী মা-বাবার পক্ষে রিপার লেখাপড়া কিভাবে চালিয়ে যাবে এ চিন্তায় কষ্টে তাদের দিন কাটছে। পরিবার অভাব অনটনের মধ্যে থাকলেও ছোট বেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে রিপা। ৩ বোন মা-বাবা মিলে ৫ জনের সংসার তাদের। বাবা বিধু দাস পেশায় বীমার মাঠকর্মী ছিলেন। তবে পায়ে সমস্যা থাকায় কুড়িয়ে কুড়িয়ে হাঁেটন তিনি। ১ শতক ভিটে বাড়ি ছাড়া আর কোনো সহায় সম্ভল নেই তাদের। এতদিন বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় পড়াশুনা চলে রিপার। মাতা প্রনতি রানী দাস পেশায় গৃহিনী চোখে সমস্যা সহ নানা রোগে ভুগছেন। বাবা বিধু দাস জানান, মেয়ের প্রচন্ড আগ্রহ ভাল কলেজে ভর্তি হয়ে পড়াশুনা করে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চায় সে। কিন্তু অভাবের সংসারে মেয়ের লেখাপড়া খরচ চালাব কি করে এ নিয়ে চিন্তায় আছি।