Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বিয়ের প্রলোভন দিয়ে প্রবাসী যুবতীকে ধর্ষণ ও অর্থকড়ি হাতিয়ে নেয়ার অভিযোগ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রবাসী যুবতীকে ধর্ষণ ও অর্থকড়ি হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাউশা ইউনিয়নের চাঁনপুর গ্রামে। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত হবিগঞ্জে মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, চাঁনপুর গ্রামের যুবতী কন্যা জীবিকার তাগিদে প্রায় এক বছর পূর্বে জর্দানে পাড়ি জমায়। এরই মধ্যে একই গ্রামের সাফিজুল ইসলামের সাথে ফোনে যোগাযোগের মাধ্যমে যুবতীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের টানে যুবতী জর্দান থেকে গত ১৯ মে সকাল ৮টায় ঢাকা শাহজালাল (রঃ) আর্ন্তজাতিক বিমান বন্দরে আসলে প্রেমিক সাফিজুল ইসলাম তাকে রিসিভ করে। এ সময় যুবতীর সাথে থাকা ২ লাখ ৫০ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন, একটি ঘড়ি এবং তাহার পাসপোর্ট (যার নং অঅ ৩৫১২৫২২) কৌশলে হাতিয়ে নেয় সাফিজুল। পরে বিশ্রামের জন্য তাকে ঢাকার উত্তরার হোটেল সিরাজে নিয়ে যায়। হোটেলে খাওয়া দাওয়া শেষে কিছু সময় ঘুমাইতে চাইলে সে যুবতীকে বাড়ীতে নিয়ে বিয়ে করার কথা বলে দৈহিক মিলনের প্রস্তাব দেয়। এতে সম্মত না হওয়ায় সাফিজুল তাকে জোর পূর্বক ধর্ষন করে। এক পর্যায়ে নানা অজুহাতে ওই হোটেলেই রাত্রি যাপন করলে আরও একাধিকবার ধর্ষিতা হয়। পরের দিন যুবতীকে নিয়ে সিলেট শহরে এসে তার বাসায় রেখেও কয়েকবার ধর্ষন করে লম্পট সাফিজুল। পরের দিন সিলেট থেকে তাকে নিয়ে তার বাড়ীতে আসে এবং ওইদিন দিবাগত রাতেও কয়েকবার যুবতীকে ধর্ষন করে পরের দিন তার বাড়ীতে পৌছে দেয়। বাড়ীতে আসার ২/৩দিন পর বিবাহ সম্পন্ন করার জন্য বললে সে টাল বাহানা করতে থাকে। এক পর্যায়ে এলাকার মুরুব্বীয়ানদের বিষয়টি জানালে তারা গত ২ জুন গ্রামের বিশিষ্ট এক মুরুব্বীর বাড়ীতে বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে সাফিজুল বিবাহ করতে অস্বীকার করে। পরে মুরুব্বিয়ানরা পাসপোর্ট ও নগদ ১ লাখ ৫০ হাজার টাকা যুবতীকে ফেরত দেন। বাকী ১ লাখ টাকা ও অন্যান্য জিনিসপত্র পরে ফেরৎ দেয়ার সিদ্ধান্ত হয়। এদিকে গত সোমবার বিজ্ঞ নারী শিশু নির্যাতন দমন আদালতে যুবতী বাদী হয়ে মামলা দায়ের করেন।