Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জনগণের সহযোগিতা ছাড়া অপরাধ দমন করা সম্ভব নয়-পুলিশ সুপার

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেছেন-পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধনের জন্যই কমিনিটিং পুলিশি ব্যবস্থা। জনসাধারণের সহযোগিতা ছাড়া সমাজ থেকে স্বল্প সংখ্যক পুলিশ সদস্য দিয়ে পুরোপুরি অপরাধ দমন করা সম্ভব হবে না। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় হবিগঞ্জকে মাদক ও অপরাধ মুক্ত করার আপ্রান চেষ্টা করব। পুলিশের ভাল কাজগুলোর স্বীকৃতি দিয়ে উৎসাহ দেয়া উচিৎ। তিনি মঙ্গলবার বিকালে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে থানা পুলিশ কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফজলে আকবর মোঃ শাহজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, আওয়ামীলীগের সভাপতি শাহ মোঃ মুসলিম। ওসি তদন্ত কে এম আজমিরুজামানের পরিচালনায় সভায় চেয়ারম্যান খাইরুল হোসাইন মনু, শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন আল রনি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সভাপতি আইয়ুব খান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল মালেক মধু, কাউন্সিল গোলাপ খান, আওয়ামীলীগ নেতা রহম আলী, জাহেদ খাঁন, আন্দুর নূর, শাহ সৈয়দ হাবিবুল্লাহ সূচন, আব্দুল কুদ্দুছ মাখন চকদার, অলিউর রহমান, বেবী টেক্সী সমবায় সমিতির সভাপতি ফিরোজ মিয়া, ইউপি সদস্য আব্দুর রশিদসহ বিভিন্ন এলাকা থেকে মুরুব্বীরা বক্তব্য রাখেন।