Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের কসবায় আজিজুল হত্যার ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বহুল আলোচিত কসবা গ্রামে দুর্বৃত্তদের হাতে নিহত আজিজুল ইসলাম (৩০) হত্যাকান্ডের ঘটনায় গতকাল মঙ্গলবার গভীর রাতে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। কসবা গ্রামের হাজী মৃত মোঃ আলী হোসেনের ছেলে ইকবাল হোসেন স্বপন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় একই গ্রামের মৃত সোনা উল্লার ছেলে নঈম উদ্দিন ও মৃত সফিক উল্লার ছেলে মাহমুদ মিয়ার মিয়াকে প্রধান আসামী করে ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০/১২ জনকে আসামী করা হয়েছে। নবীগঞ্জ থানার মামলা নং ১৩ তারীখ- ০৯/০৬/২০১৫ইং।
উল্লেখ্য, প্রতিপক্ষের থ্রিফল মার্টার মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ফারুক মিয়াসহ ২ জনকে শুক্রবার রাতে র‌্যাব গ্রেফতার করার ঘটনার জেরধরে গত শনিবার বিকেলে স্বপন আহমদ এর পরে আজিজুল ইসলাম স্থানীয় বান্দের বাজার থেকে বাড়ি যাবার পথে ফারুক আহমদের পরে একদল লোক আজিজুলের উপর হামলা চালিয়ে রামদা দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করলে সে গুরুতর আহত হয়। তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে বলে জানা গেছে। পরে স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ঘটনার ৩দিন পর গতকাল মঙ্গলবার রাতে নিহতের পক্ষের ইকবাল হোসেন স্বপন ১৬ জনের বিরুদ্ধে ও অজ্ঞাতনামা আরও ১০/১২ জনকে আসামী করে থানায় মামলা দিলে রাতেই এফআইআর হিসেবে গণ্য করা হয়েছে। তবে মামলার আসামীদের গ্রেফতার করার খবর রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশের দাবী আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া ঘটনার পর পরই কসবা গ্রামটি পুরুষ শুন্য রয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।