Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে কমিউিনিটি পুলিশিং কার্যক্রমের যাত্রা শুরু

চুনারুঘাট প্রতিনিধি ॥ গাজীপুর ইউনিয়নের ৩টি ওয়ার্ডে কমিটি ঘোষনার মধ্য দিয়ে চুনারুঘাটে যাত্রা শুরু করলো কমিউিনিটি পুলিশিং কার্যক্রম। ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ শ্লোগানকে সমানে রেখে সমাজ থেকে অপরাধ নির্মুলের লক্ষ্যে বর্তমান সরকার কমিউমিনিটি পুলিশিং কার্যক্রম শুরু করে। এ লক্ষ্যে প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড মেম্বারকে সভাপতি করে সমাজের বিভিন্ন স্তরের জনগণ থেকে আরো ১১ জনকে সদস্য করে কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হয়। গতকাল বিকালে গাজীপুর ইউনিয়নের বাসুল্লা বাজার মাদ্রাসা মাঠে অনুষ্টিত এক সভা থেকে ওই ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য যথাক্রমে নির্মল দেব, ছালেক আহম্মদ ও শহীদ মুন্সিকে সভাপতি করে কমিটি ঘোষনা করা হয়। এ উপলক্ষে এ আলোচনা সভা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রথান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জজ কোর্টের পিপি আকবর হোসেন জিতু। বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার ওসি অমুল্য কুমার চৌধুরী। বক্তৃতা করেন, কমিউনিটি পুলিশিং কমিটির উপজেলা শাখার সদস্য সচীব প্রনয় পাল, যুবলীগ সভাপতি লুৎফুর রহামান চৌধুরী, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, আহম্মদাবাদ ইউনিয়ন কমিটির সদস্য সচিব আঃ হাই প্রিন্স, জমরুত মিয়া, রেমা ভিট অফিসার জাহেদ প্রমুখ। ঘোষিত কমিউিনিটির সদস্যগণ আগামী ১ সপ্তাহের মধ্যে ওই এলাকার কুখ্যাত গরু চোর বাদাই, মন্নান, আরজু, ফয়সল, রউপ, আনোয়ার ও লংগী মিয়াকে আটক করে বা আটকের সহায়তা করে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন বলে আশা করেন থানার ওসি অমুল্য চৌধুরী।