Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে ‘ওয়াশ স্কুল’ বিষয়ক প্রশিক্ষণ শুরু

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে দুই দিন ব্যাপী ‘ওয়াশ স্কুল’ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। জিওবি-ইউনিসেফ ক্যাট্স প্রজেক্টের আওতায় গতকাল মঙ্গলবার বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে ছয়টি স্কুলের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে এ প্রশিক্ষণ শুরু করে প্রাকটিক্যাল এ্যাকশন ও উন্নয়ন সহযোগী টিম (ইউএসটি)। বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমীর হুসেন মাষ্টারের সভাপতিত্বে এবং ইউএসটি’র ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়ন ফ্যাসিলেটেটর বদরুল আলম সুমনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউএনও মোহাম্মদ শামছুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার কাউসার শোকরানা, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন খান, পল্লী বিদ্যুতের বানিয়াচং জোনাল অফিসের সাবেক ডিজিএম একেএম আজাদ, প্রাকটিক্যাল এ্যাকশনের ট্রেইনার নাজনীন আক্তার লুনা, ইউএসটি’র উপজেলা কো-অর্ডিনেটর রাজু আহমেদ, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ক্যাশিয়ার শামীম আহমেদ, ৪নং বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন ফ্যাসিলেটেটর একে আজাদ, বিভিন্ন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে সাহেদ আলী, শেখ শাহনেওয়াজ ফুল মিয়া, আবু সালেহ আহমদ, আব্দুল জব্বার মেম্বার, মহিবুর রহমান, শিক্ষকদের মধ্যে আব্দুল হামিদ, গোলাম রব্বানী, ভানু চন্দ্র চন্দ, সাধনা রাণী সূত্রধর, নাজমা আক্তার, তাজ উদ্দিন, ফারুক মিয়া, আরিফা আক্তার, দোলেনা আক্তার, সুকেশ দাশ প্রমুখ। প্রশিক্ষণে স্কুলে হাতধোয়ার পরিবেশ, ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক স্বাস্থ্যসম্মত লেট্রিন ও নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা তৈরীর ব্যাপারে প্রশিক্ষণ দেয়া হয়।