Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নাগরিক সুবিধা বাড়াতে হলে বানিয়াচংকে পৌরসভায় উন্নীত করতে হবে-জেলা প্রশাসক

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে জনপ্রতিনিধিদের মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিব, পুরুষ ও মহিলা সদস্যগণ দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেন। সোমবার পরিষদ সভাকক্ষে এলজিএসপি-২ এর আওতায় উপজেলা প্রশাসন প্রশিক্ষণের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হবিগঞ্জের জেলা প্রশাসক মো: জয়নাল আবেদীন বলেছেন, বানিয়াচংকে পৌরসভায় উন্নীত করতে হবে। বানিয়াচং সদর চার ইউনিয়ন পৌরসভায় উন্নীত করা গেলে এখানকার রাস্তাঘাট, পুলকালভার্ট, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ সার্বিক যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি পাবে সাথে সাথে নাগরিক সুবিধাও বাড়বে। জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের স্বার্থ বিবেচনা করে স্থানীয় জনপ্রতিনিধিদের পৌরসভায় উন্নীত করার উদ্যোগ নিতে হবে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমদ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, ইকবাল বাহার খান, ডিএফ এবিএম মাহবুবার রহমান, উপজেলা প্রকৌলশী বিপ্লব পাল, পিআইও মেহেদী হাসান টিটু, যুব উন্নয়ন কর্মকর্তা সারোয়ার সুলতান, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, এনাম খান চৌধুরী ফরিদ, মিজানুর রহমান খান, আবুল কাশেম চৌধুরী, মোঃ হাবিবুর রহমান, জালাল উদ্দিন খন্দকার প্রমূখ।