Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ এরশাদের

এক্সপ্রেস ডেস্ক ॥ ফের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেছেন, জাতীয় পার্টি এ সরকারের অধীনে নির্বাচনে যাবে না। তাই নির্বাচনকালীন সরকারে তার সকল মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের তিনি পদত্যাগের নির্দেশ দিয়েছেন। বুধবার দুপুরে রাজধানীর বনানীতে নিজের বাড়িতে ভারতীয় পররাষ্ট্রসচিব সুজাতা সিংয়ের সঙ্গে এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের সামনে এ আহ্বান জানান। এরশাদ বলেন, “আমার শেষ কথা হলে আমি নির্বাচনে যাব না, যাব না। তোমরা যারা মনোনয়নপত্র দাখিল করেছ, তারা প্রত্যাহার করে নাও। আর সর্বদলীয় সরকারে যারা আছ, তাদের পদত্যাগের আহ্বান জানাচ্ছি।” কবে নাগাদ মন্ত্রীরা পদত্যাগ করবেন জানতে চাইলে নির্বাচনকালীন সরকারের বাণিজ্যমন্ত্রী ও দলের প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের সাংবাদিকদের বলেন, দলীয় প্রধানের সিদ্ধান্ত খুব শিগগিরই বাস্তবায়ন হবে। গত ১৯ নভেম্বর শপথের পর দপ্তরবণ্টনে এরশাদের স্ত্রী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদ স্বাস্থ্য মন্ত্রণালয়, আনিসুল ইসলাম মাহমুদ পানিসম্পদ এবং মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পান। মুজিবুল হক চুন্নুকে যুব ও ক্রীড়া এবং সালমা ইসলামকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। এছাড়া মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে নিয়োগ পান জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু। বৈঠকে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব ও নির্বাচনকালীন সরকারের বিমানমন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশিদ, মজিবুল হক চুন্নু প্রমুখ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সর্বদলীয় সরকারে থাকার বিষয়ে সিদ্ধান্ত নিতে সিনিয়র জাতীয় পার্টির সিনিয়র নেতারা বিকাল তিনটার দিকে বারিধারার বাসায় পৌঁছান। গতকাল বুধবার সকালে দলের পক্ষ থেকে ফোন দিয়ে সিনিয়র নেতা ও প্রার্থীদের বিকেল ৩টায় বারিধারায় এরশাদের বাসভবনের সামনে আসতে বলা হয়।  নেতাকর্মীরা নির্দিষ্ট সময়ের আগে পৌঁছুলেও এরশাদ পৌঁছেছেন বিকেল ৩টা ১৫ মিনিটে। বেলা সোয়া তিনটার দিকে একটি মাইক্রোবাসে করে তিনি বাড়ির ভেতরে প্রবেশ করেন। নির্ধারিত সময়ের আগেই  নগরীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে শুরু করে নেতাকর্মীরা। কেউ কেউ আবার মোটরসাইকেল বহর নিয়ে স্লোগান দিয়ে পৌঁছেন এখানে। এতে কূটনৈতিক পাড়ার বিভিন্ন রাস্তা প্রায় বন্ধ হয়ে গেছে। এর আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনের পর থেকেই এরশাদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না- এমন খবর বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পরে। তবে জানা গেছে, রাতে তিনি বারিধারায় বাসায় যাননি। গুলশানে কোনো এক বাসায় তিনি ছিলেন।  এদিকে বিএনপির একজন শীর্ষ নেতার সঙ্গে মঙ্গলবার রাতে তার বিশেষ বৈঠক হয়েছে বলেও খবর ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সব দল নির্বাচনে না আসায় আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এরশাদ। সে সময় দলীয় প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের নির্দেশও দেন তিনি।