Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ॥ হাসপাতালে লাশ রেখে স্বামীর পলায়ন ॥ ভাসুর আটক

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে লিমা আক্তার (১৯) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। স্বামী পরিবার দাবী করছে সে বিষপানে আত্মহত্যা করেছে। অপরদিকে লিমার পিতার পরিবার দাবী করছেন তাকে হত্যা করা হয়েছে। এদিকে হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিমার মৃত্যু হলে লাশ ফেলে রেখে স্বামী পালিয়ে যায়। তবে ভাসুরকে আটকে রাখা হয়। গৃহবধূ লিমা বগাডুবি গ্রামের সফিক মিয়ার স্ত্রী ও একই গ্রামের আলতাব হোসেনের মেয়ে।
লিমার মা খুশবানু জানান, তার মেয়ে আমুরোড উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে পড়াকালে প্রতিবেশী মৃত বারিক মিয়ার পুত্র সফিক মিয়া (২৫) প্রায়ই তাকে স্কুলে আসা যাওয়ার পথে উত্যক্ত করতো। এক পর্যায়ে লিমাকে ভয় ভীতি দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে। ২ বছর পূর্বে স্থানীয়ভাবে তাদেরকে বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকেই লিমার স্বামী সফিক, ভাসুর রফিক যৌতুকের জন্য তার উপর নির্যাতন চালাত। নির্যাতন সহ্য করেও লিমা সংসার করে। গত শনিবার সন্ধ্যায় ফোনে লিমা তার মাকে জানায়, তাকে উল্লেখিতরা মারপিট করে ঘরে বন্দি করে রেখেছে এবং খেতে দিচ্ছে না। এ খবর শুনে তারা দেখা করতে গেলে গালমন্দ করে তাড়িয়ে দেয়া হয়। গতকাল রবিবার বিকেলে তাদের কাছে খবর যায় লিমা বিষ খেয়েছে। তাকে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। সেখানে ছুটে গিয়ে না পেয়ে হবিগঞ্জ সদর হাসপাতাল এসে তারা লিমাকে মৃত অবস্থায় দেখতে পান। এদিকে লিমার মৃত্যুর সাথে সাথে লাশ ফেলে স্বামী সফিক মিয়া পালিয়ে যায়। ভাসুর রফিকও পালিয়ে যেতে চাইলে তাকে লিমার স্বজনরা আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। লাশের পাশে লিমার মা আক্ষেপ করে জানান, তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে হাসপাতালে নিয়ে এসেছে। কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার পূর্বেই লিমা মারা গেছে। এদিকে আটককৃত রফিক জানায়, তার কোন দোষ নেই। তার ভাই লিমাকে প্রায়ই মারপিট করতো। সে বাঁধা দিয়েছে। এব্যাপারে এসআই ওয়াহেদ গাজী লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করেন। তিনি বলে রিপোর্ট পেলে রহস্যের উদঘাটন হবে।