Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মায়ানমারে মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি ॥ মায়ানমারে হাজার হাজার মুসলমানদের উপর চরম নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে গত ৬জুন শনিবার বাদ যোহর জেলা মজলিস কার্যালয়ের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা সভাপতি মোঃ সাঈদুর রহমান সানির সভাপতিত্বে এবং সেক্রেটারী মোঃ হাবিবুর রহমান জালাল এর পরিচালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আনোয়ার আলী, জেলা সহ-সভাপতি মাওলানা কাজী হারুনুর রশিদ চৌধুরী, হাফেজ আব্দুল হামিদ, মাওলানা আমীমুল এহসান মাছুম, মাওলানা আব্বাছ আলী, জেলা সহ-সাধারন সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা নোমান আহমদ, অর্থ সম্পাদক মাওলানা আশিকুর রহমান, দপ্তর সম্পাদক মৌলভী শিব্বির আহমদ ইয়াকুত, মাওলানা আব্দুল মজিদ, চুনারুঘাট থানা সভাপতি মাওলানা  আব্দুল কদ্দুছ নোমান, সেক্রেটারী মাওলানা আব্দুল কাইয়ূম, বাহুবল থানা সভাপতি মাওলানা আব্দুল বছির, সেক্রেটারী মাওলানা আব্দুল আহাদ আজাদ, মাওলানা আব্দুল ওয়াদুদ, নবীগঞ্জ থানা সেক্রেটারী হাফেজ নাজমুল হুদা, বানিয়াচং থানা সভাপতি মাওলানা ডাঃ বশির আহমদ, মাওলানা আবিদুর রহমান, আজমিরীগঞ্জ থানা সভাপতি মাওলানা মুফতি জুনাইদ আহমদ শাকির, সেক্রেটারী মাওলানা জামাল আহমদ, ডাঃ মাওলানা হারুনুর রশিদ, শহর সেক্রেটারী মাওলানা মুফতি মাহবুবুর রহমান, মাধবপুর থানা দায়িত্বশীল মাওলানা মহসীন আহমদ, মাওলানা আব্দুর রহমান, সাবেক ছাত্র নেতা এইচ এম শাহিন, জেলা ছাত্র মজলিসের নেতা মোঃ রবিউল আলম, ফাবাস্সির আহমদ, মোঃ আব্দুল হাকিম মুন্সি, কাজী আবুল কাশেম, নাইম আহমদ, মোঃ নয়ন মিয়া  প্রমুখ।
বক্তাগণ বলেন, মায়ানমারে হাজার মুসলমানদেরে পুড়ে মারা হচ্ছে এবং হাজার মুসলমানদেরে সাগরে ডুবিয়ে মারা হচ্ছে। বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী ছাত্র মজলিস মানববন্ধনের মাধ্যমে এর তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং অনতিবিলম্বে এ নির্যাতন বন্ধ না হলে বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী ছাত্র মজলিস কঠোর কর্মসূচি গ্রহন করতে বাধ্য হবে। নেতৃবৃন্দ বিষয়টি আন্তর্জাতিক ফোরামে তোলার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।