Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ ফৌজদারী কোর্টের শৌচারগার দখল করে ব্যবসা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ফৌজদারী কোর্টের শৌচারগারটি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়েছে। তাদের কাছ থেকে প্রতি মাসে প্রভাবশালী এক ব্যক্তি কমিশন  নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। জেলার একমাত্র এই কোর্টেটিতে প্রতিদিন শতশত বিচার প্রার্থীরা আসেন। কিন্তু এটি দখলে থাকায় তারা যেখানে সেখানে বসে মল ত্যাগ করছে। ফলে দূর্গন্ধ ছড়িয়ে পড়ছে।
জানা যায়, শৌচাগারটি পৌরসভার অধীনে কিন্তু এটি পরিত্যাক্ত থাকাবস্থায় ওই প্রভাশালী ব্যক্তি দখল করে ভাড়া দিয়ে আসছে। পৌর কতৃপক্ষ কোন খোজ খবর না নেওয়া এটি যেমন বেদখল হয়ে গেছে অন্য দিকে সরকার হাজার হাজার টাকার রাজস্ব হারাচ্ছে। গত বৃহস্পতিবার সরজমিনে দেখা যায় ৩টি দোকান দিয়ে মুক্তার লাইব্রেরীর দক্ষিণ দিকে শৌচাগারটি দখল করে রেখেছে। আশে পাশের লোকজন এটি দখল করার কারণে প্রয়োজনের কাজে এটি ব্যবহার করতে পারছে না। এ ব্যপারে পৌরকতৃপক্ষ অচিরেই ব্যবস্থা না নিলে অয়তবা এটি আর তাদের নিয়ন্ত্রনে নিতে পারবে না।