Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জের দুই যুবক মালয়েশিয়া যেতে গিয়ে নিখোঁজ

বিশেষ প্রতিনিধি ॥ সোনার হরিণ ধরতে মালয়েশিয়া যেতে গিয়ে বানিয়াচংয়ের দুই যুবকের সন্ধান মিলছেনা। তারা বেঁচে আছে কি-না তাও কেউ বলতে পারছেনা। তাদের পরিবারে চলছে বোবা কান্না। এরা হচ্ছে আমিরখানি শান্তিনগরের ইসুব মিয়ার ছেলে ইসুব মিয়ার বড় ছেলে মোজাম্মিল মিয়া (২৫) ও আজমিরীগঞ্জের শিবপাশা গ্রামের সামিল মিয়ার ছেলে সুমন মিয়া (২৮)।
মোজাম্মিলের পারিবারিক সূত্রে জানা গেছে, দালালদের প্রলোভনে পড়ে টাকা ছাড়াই মালয়েশিয়া যাওয়া যাবে এ বিশ্বাসে পরিবারের কাউকে না জানিয়ে গত ২৩ ফেব্র“য়ারী মোজাম্মিল ও সুমন মালয়েশিয়ার উদ্দেশ্যে পাড়ি জমায়। সুমনের সঙ্গে মোজাম্মিল ও রয়েছে বলে দুই পরিবারের সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। জাহাজ থেকে তারা টেলিফোন করে সুমন মিয়া মা’কে ও মোজাম্মিল মিয়া তার বাবা’কে জানায় ১ লাখ ২০ হাজার টাকা করে দালাল তারেকের মাধ্যমে বিকাশে (০১৮৫০৭৯৭৯৭০) পাঠিয়ে দিতে। সরল বিশ্বাসে এপ্রিল মাসের ২য় সপ্তাহে ওই নাম্বারে দুই জনে ২ লাখ ৪০ হাজার টাকা পাঠায় সুমন ও মোজাম্মিলের মা ও বাবা। আরও ১৫/২০ দিন পরে একই নাম্বারে দালাল তারেকের মাকে (০১৭৫৮৭৬৫০৩৪) মোবাইল নাম্বারে ফোন করে জানায় আরও ৮০ হাজার টাকা করে ওই নাম্বারে বিকাশ করতে হবে। ছেলেদের পাওয়ার আশায় এই টাকাও বিকাশে পাঠিয়ে দেওয়া হয়। সুমনে মায়ের সঙ্গে কথা বলে জানা যায় দালাল তারেক কিছু দিন পরেই বিদেশ পাড়ি জমিয়েছে। খবর পেয়ে হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন সুমন ও মোজাম্মিলের পরিবারের সাথে দেখা করে তাদের ছেলেদের উদ্ধারে সার্বিক সহযোগীতা করার আশ্বাস দেন। তিনি জানান দালাল মোছাদ্দিক এর মোবাইলে (০১৭৩০৬৩৯৩৫৪) যোগাযোগ করা হলে ঘটনার সাথে আংশিক জড়িত থাকার কথা স্বীকার করেন। চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন দালালদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন ছাড়াও সুমন ও মোজাম্মিলকে উদ্ধারে জন্য সরকারের দৃষ্টি কামনা করছেন।