Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কবিরপুর গ্রামের বিদ্যুত সংযোগের উদ্বোধন করলেন এমপি মজিদ খান

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের সাতগ্রাম একতা উচ্চ বিদ্যালয়ের ১ কোটি ৮ লাখ ব্যয়ে শ্রণী কক্ষ ও বণ্যা আশ্রয় কেন্দ্রে ভিত্তিপ্রস্তর স্থাপন ও কবিরপুর গ্রামের বিদ্যুত সংযোগের উদ্বোধন করেছেন এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। এ উপলক্ষে গতকাল শুক্রবার সাতগ্রাম উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ ছিলেন পল্লী বিদ্যুত সমিতির জিএম সুলাইমান মিয়া, বানিয়াচঙ্গ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মলেন্দু চক্রবর্তী, বানিয়াচঙ্গ পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ইউপি চেয়ারম্যান সুসেনজিত চৌধুরী, পল্লী বিদ্যুত সমিতির পরিচালক শেখ আজিজুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুবিনয় দাশ, নুর হোসে, জগত বিন্দু দাশ, প্রথম দাশ, মোঃ নাসির উদ্দিন, বিশ্বজিত দাশ, আব্দুল কদ্দুছ খান, অনিল দাশ, বক্তারপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন, রতœা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সাতগ্রাম একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা লাল দাশ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রদীপ কুমার দাশ।