Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জনকন্ঠ সাংবাদিক তুহিনকে ৫ দিনের মধ্যে হত্যার হুমকি

স্টাফ রিপোর্টার ॥ জনকন্ঠ সাংবাদিক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির অন্যতম মেম্বারর রফিকুল হাসান চৌধুরী তুহিনকে ৫দিনের মধ্যে হত্যার হুমকি দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৩৬ মিনিটে +৩৯০১০১০১০১ নাম্বার থেকে এক ব্যক্তি ওই নাম্বারে ফোন করলে ঘুমন্ত অবস্থায় তুহিন কল রিসিভ করেন। কিন্তু প্রথমে অপর প্রান্ত থেকে কোন কথা শুনতে না পারায় তুহিন জিজ্ঞাসা করেন কে বলছেন। তখন এক ব্যক্তির কন্ঠে বলা হয়, আপনি কি সাংবাদিক তুহিন। জবাবে তুহিন হ্যাঁ বলার সাথে সাথেই উক্ত ব্যক্তি হুমকি দিয়ে বলেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কর। আবার জনকন্ঠে লেখালেখি কর। জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটিতে আছ। এসব দায়িত্ব নিয়ে ইসলাম বিরোধী কাজ করে যাচ্ছ। এ সময় তুহিন উল্টো প্রশ্ন করে জানতে চান তিনি কে বা কোথা থেকে বলছেন। জবাবে এই ব্যক্তি বলেন, পরিচয় জানার দরকার নেই। তুিম বেড়ে গেছ, তোমার টিকিট কাটা হয়ে গেছে। আগামী ৫ দিনের মধ্যে তোমাকে উপরে পাঠিয়ে দেব। প্রস্তুত থাক। এই কথাগুলো বলেই অজ্ঞাত ব্যক্তিটি ফোন কল কেটে দেন। এদিকে এই হুমকির বিষয়টি সাংবাদিক তুহিন ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আইজিপি আব্দুল হান্নান খান পিপিএম, ডিসি মোঃ জয়নাল আবেদীন, এসপি জয়দেব কুমার ভদ্র, সদর থানার ওসি নাজিম উদ্দিন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় কমিটির নেতৃবৃন্দ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠানসহ সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করেছেন। তারা অবিলম্বে এই হুমকিদাতাকে বের করা ও সাংবাদিক তুহিন ও তার পরিবারের নিরাপত্তা বিধানে দ্রুত কার্যকর ভূমিকা রাখতে প্রধান মন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্র মন্ত্রী, পুলিশের আইজিসহ স্থানীয় জেলা ও পুলিশ কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন।