Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে সিএনজি চালককে ফাঁসাতে গিয়ে মাদক পাচারকারী সামাদ নিজেই ফেঁসে গেলেন

স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের ওয়াহেদ মিয়ার ছেলে সিএনজি চালক ও বিজিবি’র সোর্স শহিদ মিয়াকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন সামাদ মিয়া নামে এক মাদক পাচারকারী। পুলিশ, বিজিবি ও ধূত সামাদ জানায়- দীর্ঘদিন ধরে উপজেলার শ্রীধরপুর গ্রামের ওয়াহেদ মিয়ার ছেলে সিএনজি চালক শহিদ মিয়া বিজিবি’র সোর্স হিসাবে মাদক পাচারকারীদের বিরুদ্ধে বিভিন্ন তথ্য দিতেন। এবং তার তথ্যের উপর ভিত্তি করে বিজিবি মাদকের কয়েকটি চালান আটক করে। ফলে ওই এলাকার মাদক পাচারকারীরা তার উপর ক্ষুদ্ধ হয়ে উঠে। ফন্দি আটকে মাদক দিয়ে তাকে পুলিশে ধরিয়ে দিবে। পরিকল্পনা মোতাবেক দূর্লভপুর গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে মাদক পাচারকারী শামিম মিয়া (২৪), একই গ্রামের মিলন মিয়ার ছেলে সামাদ মিয়া (৩২), লাল মিয়ার ছেলে কামাল মিয়া (৩৫) ও তার ভাই ছোট্রন মিয়া (২৮) বুধবার রাতে ভারত থেকে ৯১ পিছ ইয়াবা কিনে আনে এবং বৃহস্পতিবার ভোররাতে কৌশলে শহিদের সিএনজির সাইট লাইটের কভারের ভেতর ওই ইয়াবা রেখে তেলিয়াপাড়া পুলিশ ফাড়িঁর ইনচার্জ এস আই শহিদুল্লাহকে খবর দেয় ওই সিএনজিতে ইয়াবা আছে। খবর পেয়ে পুলিশ হরষপুর-নোয়াহাটি রাস্তার সিবনাছড়ায় শহিদ মিয়াকে আটক করে সিএনজি তল্লাশী করে ইয়াবা উদ্ধার করে। খবর যায় বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাত হোসেনের কাছে। তিনি বিষয়টি গুরুত্বসহকারে দেখার জন্য পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের অনুরোধ জানান। অপর দিকে পুলিশকে তথ্যদাতাদের একজন সামাদ মিয়াকে বিজিবি মনতলা বিওপির সুবেদার ওয়াহিদুর রহমান দুপুর দেড়টার দিকে মনতলা তেমুনিয়া এলাকা থেকে আটক করে ব্যাপক জিজ্ঞাসা করলে এ পরিকল্পনা ও শহিদকে ফাঁসানোর কথা স্বীকার করে। পরে সামাদকে পুলিশে সোপর্দ করে বিজিবি।