Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কাজের নিরাপত্তা ও সহকর্মীকে মারধোর করার প্রতিবাদে বানিয়াচং অফিসের লাইনম্যান টেকনিশিয়ানদের কর্মবিরতী

বানিয়াচং প্রতিনিধি ॥ পল্লী বিদ্যুত বানিয়াচং জোনাল অফিসের আওতাধীন লাইনম্যান ও লাইন টেকনিশিয়ানদের কাজের নিরাপত্তা ও তাদের এক সহকমীর্কে গ্রাহক কর্তৃক বিনা অপরাধে মারধোর করার প্রতিবাদে গতকাল বানিয়াচং জোনাল অফিস, এরিয়া অফিস এবং ৩টি অভিযোগ কেন্দ্রের আওতাধীন সকল লাইনম্যান ও লাইন টেকনিশিয়ানরা একযোগে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মবিরতী পালন করেছে। এর ফলে পুরো বানিয়াচং-আজমিরীগঞ্জ ও এর আওতাধীন সকল অভিযোগ কেন্দ্রের বিদ্যুৎ ব্যবস্থা স্থবির হয়ে পড়ে। এদিকে লাইনম্যান ও লাইন টেকনিশিয়ানদের কর্মবিরতীর কথা জানতে পেরে হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি শায়েস্তাগঞ্জ এর জেনারেল ম্যানেজার সোলায়মান মিয়া গতকাল বিকালে বানিয়াচং জোনাল অফিসে ছুটে আসেন। অফিসে অবস্থান করে এলাকা পরিচালক মোঃ সেলিম মিয়া, ডিজিএম মিজানুর রহমান ও স্থানীয় জনপ্রতিনিধিকে নিয়ে বৈঠকে মিলিত হন। উক্ত বৈঠকে লাইনম্যান ও লাইনটেকনিশিয়ানদেরও উপস্থিত রাখা হয়। এসময় তারা তাদের কাজের নিরাপত্তা ও বিভিন্ন সময়ে বিনা অপরাধে নাজেহাল ও মারপিঠে আহত হওয়ার বর্ণনা তুলে ধরেন। পরে জেনারেল ম্যানেজার সোলায়মান মিয়া ও এলাকা পরিচালক মোঃ সেলিম মিয়া তাদের কাজের যথাযথ নিরাপত্তা ও তাদের সহকর্মীকে মারপিঠ করে আহত করার বিষয়ে তাদের যথাযথ বিচারের আশ্বাস প্রদান করলে লাইনম্যান ও লাইনটেকনিশিয়ানরা তাদের কর্মবিরতী প্রত্যাহার করে নেয়। উল্লেখ্য, বানিয়াচং জোনাল অফিস, আজমিরীগঞ্জ এরিয়া অফিস, মার্কুলী অভিযোগ কেন্দ্র, বালিখাল অভিযোগ কেন্দ্র এবং ছিলাপাঞ্জা অভিযোগ কেন্দ্রের সকল লাইনম্যান ও লাইনটেকনিশিয়ানর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কর্মবিরতীতে অংশ নেয়।