Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কিবরিয়া হত্যাকাণ্ড ॥ বিস্ফোরক মামলায় আলহাজ্জ জিকে গউছের জামিন শুনানী হয়নি

স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী শাহএএমএস কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় গতকাল জেল হাজতে থাকা আসামী হবিগঞ্জ পৌরসভার দুই বারের নির্বাচিত মেয়র আলহাজ্জ জিকে গউছের জামিন শুনানী হয়নি। সকাল ১০টার দিকে আলহাজ্জ জিকে গউছের আইনজীবী হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ ও এডভোকেট এম এ মজিদসহ অন্যান্য আইনজীবীদের স্বাক্ষরিত একটি জামিন আবেদন দেয়া হয় হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কগ-১ আদালতে। প্রায় একই সময়ে বিস্ফোরক মামলায় সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর জামিন আবেদন করেন তার আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারী এডভোকেট মনজুর উদ্দিন শাহিন। গতকালের কার্য তালিকায় মামলাটি না থাকায় এব্যাপারে জানতে চাওয়া হলে বিচারক নিশাত সুলতানা জানান-বিস্ফোরক মামলার নথি চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে রয়েছে। ইতিমধ্যে মামলার নথি কগ-১ আদালতে উপস্থাপনের নির্দেশ দেয়া হয়েছে। এজলাসে থাকাকালীন সময়ে নথি কগ-১ আদালতে পৌছালে জামিন আবেদনের শুনানী গ্রহণ করা হবে। তা না হলে রবিবার শুনানী হবে। এসময় এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ জানতে চান- রবিবারে আপনি কোর্ট করবেন কি না। বিচারক নিশাত সুলতানা জানান-আমি ১ দিনের ছুটিতে যাচ্ছি। সবকিছু ঠিক থাকলে সোমবার কোর্ট করব।
উল্লেখ্য, তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে কিবরিয়া হত্যা মামলায় জেল হাজতে থাকা আসামী আলহজ্জ জিকে গউছ ও আরিফুল হক চৌধুরীকে শ্যোন এ্যারেস্ট দেখানোর বিষয়ে শুনানী গ্রহনের জন্য আসামীদের পিডব্লিউ (প্রোডাকশন ওয়ারেন্ট) এর আদেশ দিয়েছিলেন বিচারক নিশাত সুলতানা। পিডব্লিউ আদেশ তামিলা না হওয়ায় জেল সুপারের কাছে একটি প্রতিবেদন চান আদালত। জেল সুপারের প্রতিবেদন প্রাপ্তির পর গত ১ জুন তারিখে আসামীদের বিরুদ্ধে সিডব্লিউ (কাস্টডী ওয়ারেন্ট) এর আদেশ দেন আদালত। ওই মামলায় গতকাল হাজতী আসামী আলহাজ্জ জিকে গউছ ও আরিফুল হক চৌধুরীর জামিন আবেদন করা হয়েছিল।