Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে জমি নিয়ে সংঘর্ষ মহিলাসহ ১৫ জন আহত

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের শানখলা ইউনিয়নের কালীনগর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর আহত ৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের পারবারিক সূত্র জানায়, কালীনগর গ্রামের আব্দুল খালেকের সাথে একই গ্রামের কবির মিয়া ও দরছ আলী গংদের ধানের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে আদালতে মামলা মোকাদ্দমা চলে আসছে। সম্প্রতি শালিস বৈঠকে বিরোধপূর্ণ জমিতে কোন পক্ষকে না যাওয়ার জন্য মুরুব্বীয়ান রায় দেন। গত মঙ্গলবার সকাল ৮টার দিকে কবির মিয়া, শামীম মিয়া গং ওই জায়গা দখল করতে গেলে আব্দুল খালেক গং বাধা দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে আব্দুল খালেক (৪৮), তার পুত্র জাহাঙ্গীর মিয়া (৩০), মাসুদুর রহমান (২২), জামাতা গিয়াস উদ্দিন (২৪) ও মিনারা খাতুনকে (৩৫) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। আহত অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এলাকাবাসী জানান, কবির মিয়া ও দরছ আলীর বিরুদ্ধে চুনারুঘাট থানায় ও বন বিভাগে একাধিক মামলা রয়েছে। সে এলাকায় বন দস্যু কবির বলে পরিচিত।