Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ১০ দিন ধরে বিদ্যুত নেই ১৫ গ্রামে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ১০দিন ধরে বিদ্যুত নেই ১৫টি গ্রামে। সম্প্রতি ঘুর্ণিঝড়ে পল্লী বিদ্যুতের খুটি উপড়ে গিয়ে তার ছিড়ে যাওয়ায় ১৫টি গ্রাম বিদ্যুত বিহীন অবস্থায় রয়েছে। পল্লী বিদ্যুত কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও এসব গ্রামবাসী কবে বিদ্যুথ পাবেন এর কোন সদুত্তর পাচ্ছেননা। বিদ্যুত না থাকায় অসহনীয় গরম, ভুতুরে পরিবেশ এবং শিক্ষার্থীদের লেখাপড়ার মারাত্মক বিঘœ ঘটছে।
গত ২৩ মে শনিবার দুপুরে হঠাৎ নবীগঞ্জের উপর দিয়ে আকস্মিক ঘুর্র্ণিঝড় বয়ে যায়। এ সময় উপজেলার হালিতলা, বড়শাখোয়া, পুরুষোত্তমপুর, শাখোয়া বাজার, ফতেহপুর, ছোট শাখোয়া, মুড়ারপাটলী, সর্দারপুর, লক্ষীপুরসহ উপজেলার বিভিন্ন গ্রামের অন্তত শতাধিক বিদ্যুতের খুটি উপড়ে গিয়ে তার ছিড়ে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর পল্লী বিদ্যুতের লোকজন পর্যায়ক্রমে কাজ শুরু করে। কিন্তু ১০দিন অতিবাহিত হলেও অন্তত ১৫টি গ্রাম এখনও রযেছে বিদ্যুত বিহীন অবস্থায়। ভুক্তভোগিরা জানান, পল্লী বিদ্যুত কর্তৃপক্ষকে অবগত করা হলেও কাজের কোন গতি লক্ষ্য করা যাচ্ছেনা। কর্তৃপক্ষের গাফিলতির কারণেই ভোগান্তিার শিকার হচ্ছেন বলে এসব গ্রামবাসী জানান। তবে কর্তৃপক্ষ বলছে, জরুরী ভিত্তিতে কাজ চলছে। পর্যায়ক্রমে প্রত্যেক গ্রামেই বিদ্যুত সংযোগ স্বাভাবিক হবে। বিদ্যুৎ অফিস আরও জানায়,  পড়ে যাওয়া খুঁটি ও লাইন মেরামত কাজ শেষ না হওয়ায় কয়েকটি গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে পল্লী বিদ্যুতের ডিজিএম ভজন কুমার বর্মন জানান, দু’এক দিনের মধ্যেই বিচ্ছিন্ন এলাকায় বিদ্যুত সরবরাহ দেয়ার চেষ্টা চলছে।