Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আ.লীগ নেতা কালন বাগচীর পা ছিনতাইয়ের অভিযোগ ॥ নবীগঞ্জ ছাত্রদলের আহ্বায়ক হারুনুর রশিদ আটক

নবীগঞ্জ প্রতিনিধি ॥ কৃত্রিম পা ছিনতাইয়ের অভিযোগে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হারুন রশিদ হারুনকে আটক করেছে পুলিশ। আওয়ামীলীগ নেতা কালন বাগচীর কৃত্রিম পা ছিনতাইয়ের অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, হবিগঞ্জের আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান শামীমের লাইসেন্স দিয়ে নবীগঞ্জ উপজেলার ৬টি প্রাইমারী স্কুলের নির্মাণ কাজ পান একটি গ্র“প। এনিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দিলে নিকোজিশনের (সমঝোতায়) মাধ্যমে আওয়ামীলীগ নেতা কালন বাগচী ৩টি স্কুলের কাজ পান। ওই কাজে ভাগ বসান ছাত্রদলের আহ্বায়ক হারুনুর রশীদ হারুন ও ছাত্রনেতা জাহাঙ্গীর চৌধুরী। তারা দলবল নিয়ে কালন বাগচীর ভাগের স্কুলের মধ্যে গতকাল বৃহস্পতিবার সকালে তাহিরপুর স্কুলে কাজ করার জন্য যায়। খবর পেয়ে কালন বাগচী উপজেলা প্রকৌশলী ও সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করলে কর্তৃপক্ষ ওই স্কুলের সভাপতিকে ফোন করে কাজ বন্ধ রাখতে বলেন। হারুনুর রশীদ হারুন ও জাহাঙ্গীর চৌধুরী ওই স্কুলের ঠিকাদার নয় বলে জানান। এতে ক্ষিপ্ত হয়ে হারুন ও জাহাঙ্গীরের নেতৃত্বে ৬/৭ মিলে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শেরপুর রোডস্থ কালন বাগচীর বাসভবনে প্রবেশ করে কালন বাগচীর ব্যবহৃত জার্মানিতে তৈরী কৃত্রিম পা এবং ঘরে থাকা নগদ ২ লাখ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় বলে অভিযোগে প্রকাশ। এ ব্যাপারে সরজমিনে গেলে স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের লোকজন হারুন ও জাহাঙ্গীর উক্ত কৃত্রিম পা নিয়ে একটি সিএনজি গাড়ীযোগে চম্পট দেয় বলে জানান। এদিকে ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খাঁনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে হারুনুর রশীদ হারুনের বাড়ি থেকে তাকে আটক করে। এ সময় তার ঘর তল্লাশী করে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের কৃত্রিম পা’টি উদ্ধার করা হয়। এ ব্যাপারে কালন বাগচী মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় নবীগঞ্জে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।