Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইংল্যান্ডের বার্মিংহামে নবীগঞ্জ আউশকান্দি স্কুল এন্ড কলেজের প্রাক্তণ ছাত্র-ছাত্রীদের পুণর্মিলনী ও হীরক জয়ন্তী উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি ॥ ইংল্যান্ডের ম্যানচেস্টারে নবীগঞ্জ আউশকান্দি (র.প) হাইস্কুল এন্ড কলেজের প্রাক্তণ ছাত্র-ছাত্রিদের পুণর্মিলনী ২০১৫ ও ৭৫ বৎসর উপলক্ষে হীরক জয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত ২৬মে বুধবার বার্মিংহামের মেজেষ্টিক কনফারেন্সে ও ব্যাংককুয়িটিং হলে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়। ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় ৮ শতাধিক ছাত্র-ছাত্রি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতেতে আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বৃটেনের বিশিষ্ট কমিনিউটি ব্যক্তিত্ব প্রফেসার আব্দুল হান্নান। মোঃ ফরহাদ চৌধুরী, হলি চৌধুরী ও অহিদা খানম আইরীনের যৌথ পরিচালনায় শুরুতেই কোরআন থেকে তেলোওয়াত করেন মাওলানা মুফতি আব্দুল ওয়াদুদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল থেকে নির্বাচিত এমপি আব্দুল মুনীম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ড. তাজিমুল হক এমবিই, বার্মিংহামের সহকারী হাই কমিশনার জুলকারনাইন, নরেন্দ্র কুমার রায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মইনুল আমীন বুলবুল, ফয়জুর ইসলাম চৌধুরী, আব্দুস শহীদ, সামছুজ্জামান ফারুক, মহীবুর রহমান হারুন, মনছুর আহমেদ, ফারুক আহমেদ প্রমূখ
উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন ফয়জুর রহমান এমবিই, কামরুল হাসান চুনু, সুরুজ জামান মন্নান, মুজিবুর রহমান, মাহমুদ মিয়া, রিংজল মিয়া,আলহাজ্ব নাসির আহমেদ, মোঃ ফিরোজ খাঁন, এডভোকেট মৌলদ হুসেন খানসহ অন্যান্যরা। অনুষ্ঠানটি আউশকান্দি (রপ) উচ্চ বিদ্যালয় ও কলেজের লন্ডনে অবস্থানরত প্রাক্তণ ছাত্রছাত্রীদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে ছোট শিশু কিশোরদের নৃত্য, ম্যাজিক, নাটক ও বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত শিল্পীদের গান সবাইকে মুগ্ধ করে।