Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

“আশা” সংস্থার উদ্যোগে কমলা চাষীদের ২ দিন ব্যাপীর প্রশিক্ষনের উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি ॥ আশা হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় আশা-নরপতি স্বাস্থ্য কমপ্লেক্সে কমলা চাষী সহায়তা প্রকল্পের আওতায় কমলা চাষীদের ২ দিন ব্যাপী প্রশিক্ষন শুরু হয়েছে। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অবসর প্রাপ্ত ডিরেক্টর ও বর্তমান আশার ডিরেক্টর (এগ্রি) কৃষিবিদ এম এ সালাম গতকাল প্রশিক্ষণের উদ্বোধন করেন। প্রশিক্ষণে ৫০জন কমলা চাষী অংশগ্রহণ করেন।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-আশার ডিডি মোঃ হামিদুল ইসলাম, চুনারুঘাট পৌরসভার মেয়র মোঃ নাজিম উদ্দিন, আশা-নরপতি স্বাস্থ্য কমপ্লেক্স এর এ্যাডমিনিষ্টেটর মোঃ মোস্তাফিজুর রহমান, আশা সিলেট জোনের জেডএম মোঃ সাজেদুল ইসলাম চৌধুরী, আশা-হবিগঞ্জ জেলার সিনিয়র ডিএম মোঃ কামাল মিয়া চৌধুরী, চুনারুঘাট অঞ্চলের আরএম মিন্টু চন্দ্র গৌড় এবং প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরে উপ-পরিচালক মোঃ শাহ আলম ও চুনারুঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন।
আশা’র ডিরেক্টর (এগ্রি) কৃষিবিদ এম এ সালাম বলেন-এ সহায়তা আশা’র নিজস্ব অর্থায়নে পরিচালিত। প্রশিক্ষণ শেষে প্রত্যেক কমলা চাষীকে বিনা মূল্যে সিলভামিক্সফোর্ট মিশ্র সার ও কমলা গাছের রোগবালাই নাশক ঔষধ বিতরন করা হয়। অনুষ্ঠান এর সার্বিক পরিচালনায় সহযোগিতা করেন চুনারুঘাট সদর ব্রাঞ্চের বিএম মোঃ মঞ্জুর এলাহী ও নালমূখ ব্রাঞ্চের বিএম বিধান চন্দ্র দাশ।