Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে ৩টি ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ৩টি ইউনিয়নে বাজেট ঘোষণা করা হয়েছে। উপজেলার  চৌমুহনী ইউনিয়নের ২০১৫-২০১৬ অর্থ বছরে ১ কোটি ২৩ লাখ ১৯ হাজার ৪শ ০২ টাকা উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টায় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ এ বাজেট ঘোষণা করেন। ইউপি সেক্রেটারী মোঃ মজিবুর রহমান মধুর পরিচালনায় বাজেট সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য সেলিনা আক্তার, আব্দুর রশিদ, বুরহান উদ্দিন ভ’ূইয়া, ইদ্রিস আলী, আব্দুর রউফ, নাছিরউদ্দিন জালাল, আব্দুল নাছির, শিক্ষক ইকান্দর মির্জা ফারুক, সর্দার সয়েদুর রহমান, ফরিদুর রহমান ফরিদ প্রমুখ। বাজেটে ১ কোটি ২২ লাখ ৫৫ হাজার ৯শ ৪২ টাকা ব্যয় দেখানো হয়েছে। উদ্বৃত্ত ধরা হয়েছে ৬৩ হাজার ৪শ ৬০ টাকা। এর আগে সকাল ১০টায় চেয়ারম্যান খায়রুল হোসাইন মনু ছাতিয়াইন ইউনিয়নের নতুন করারোপ ছাড়া ১ কোটি  ৮৫ লাখ ৩৪ টাকার এবং চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক জগদীশপুর ইউনিয়নের নতুন করারোপ ছাড়া ৪৫ লাখ ৬০ হাজার ৫শ ৩৪ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা  করেন।