Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিশ্ব ফিস্টুলা দিবসে র‌্যালি-আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি ॥ ৩য় আন্তর্জাতিক ফিষ্টুলা দিবস উপলক্ষে  স্বাস্থ্য অধিদপ্তর ও ইউ.এন.এফ.পি’র উদ্যোগে এবং বি ডব্লিউ এইচ.সি-র সার্বিক সহায়তায় গতকাল হবিগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় “ফিস্টুলা হোক নির্বাসিত, নারী হোক সম্মানিত”। জেলা সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে  আধুনিক জেলা সদর হাসপাতাল কনফারেন্সে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ ইমতিয়াজ আহমদ, এমও সিএস ডাঃ মোঃ মোখলেছুর রহমান, গাইনী কলসালটেন্ট ডাঃ আরসাদ আলী, অফিসার ফিল্ড অপারেশন সিনা সাইদা প্রমুখ। বক্তাগণ বলেন, বিলম্বিত প্রসব এবং অদক্ষ ব্যক্তি দ্বারা ডেলিভারীর ফলে ফিস্টুলা রোগের সৃষ্টি হয়। একারণে বাংলাদেশের অনেক নারীর লালিত স্বপ্ন এবং সংসার এলোমেলো হয়ে যাচ্ছে। তবে সঠিক নিয়মে যদি চিকিৎসা প্রদান করা হয় তাহলে ফিষ্টুলা রোগীকে সুস্থ্য করা সম্ভব। যদি দক্ষ ব্যক্তি দ্বারা এবং প্রাতিষ্ঠানিক ডেলিভারীর সংখ্যা বাড়ানো যায় তাহলে ফিস্টুলা প্রতিরোধ করা সম্ভব। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র টেকনিশিয়ান নিখিল রঞ্জন শর্মা।