Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবল সদর ইউনিয়ন পরিষদের বাজেট পেশ

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল সদর ইউনিয়ন পরিষদের এক কোটি ১৩ লাখ ৩১ হাজার ৯ টাকার বার্ষিক পরিকল্পনা ও বাজেট পেশ করা হয়েছে। গতকাল বেলা ১টার দিকে সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উক্ত বাজেট পেশ করেন ইউপি চেয়ারম্যান নজমুল হোসেন চৌধুরী। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, আবুল হোসেন, নূর মিয়া, শাহ আব্দাল মিয়া, হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী আব্দুল জলিল, পরিষদের সচিব ইকবাল হোসেন, সকল সাধারণ ও সংরক্ষিত নারী সদস্য প্রমুখ।
চেয়ারম্যান নজমুল হোসেন চৌধুরী তার বাজেট বক্তৃতায় জানান, আগামী ২০১৫-১৬ অর্থ বছরে পরিষদের নিজস্ব খাত থেকে সম্ভাব্য ১৯ লাখ ৬৩ হাজার ৯ টাকা এবং সরকারের উন্নয়ন খাত থেকে সম্ভাব্য ৯৩ লাখ ৬৮ হাজার টাকা আয় হবে। গত অর্থ বছর বাজেট ধরা হয়েছি ৭৩ লাখ ২৫ হাজার ৮২০ টাকা। তন্মধ্যে নিজস্ব খাত থেকে আয় হয়েছে ১৭ লাখ ২৫ হাজার ২৪৪ টাকা। উপস্থাপিত বাজেটে পরিষদের হোল্ডিং ট্যাক্স ৪ লাখ ৪৫ হাজার, বকেয়া ১২ লাখ ৬৭ হাজার ৯, ব্যবসা লাইসেন্স ফি ১ লাখ, খোয়াড় ইজারা বাবদ ৫০ হাজার, জন্ম নিবন্ধন ফি বাবদ ১ লাখ ও গ্রাম আদালত ফি বাবদ ১ হাজার টাকা সম্ভাব্য আয় ধরা হয়েছে।