Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের সাংবাদিক খেজুরের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার খ্যাতিমান সাংবাদিক প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম নুরুল ইসলাম খেজুর এর মৃত্যুতে বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, পত্রিকার এজেন্ট ও হকার সমিতিসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, সাংবাদিক খেজুর’র মৃত্যুতে নবীগঞ্জবাসী একজন সৎ, নিষ্টাবান কলম সৈনিককে হারিয়েছে।
বিবৃতিদাতা গণ হলেন- জেলা জাতীয় পার্টির সভাপতি এমএ মুনিম চৌধুরী বাবু, জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া, জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ,  উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, বর্তমান উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ আবুল খয়ের, বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, জাপা সদস্য সচিব মাহমুদ চৌধুরী, সিনিয়র আইনজীবি মোঃ আলমগীর, বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব চৌধুরী, জাপার সাংগঠনিক এমরান মিয়া, যুব সংহতির সভাপতি মোঃ সরওয়ার শিকদার, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সোহেল, সংবাদপত্র এজেন্ট মোঃ মোশাহিদ আলী, মিয়া ধন মিয়া, সংবাদপত্র হকার সমিতির সভাপতি মোঃ কামাল আহমদ, সাধারণ সম্পাদক কপিল উদ্দিন, সদস্য মাওঃ আব্দুর রহিম, আবুল কালাম আজাদ, সাজন মিয়া, আলাল মিয়া, ইছমত আলী, আল আমীন, মর্তুজা মিয়া, অরবিন্দু দাশ, রতন দাশ, সুজন রায়, মঈন উদ্দিন, জেসি বিশ্বাস, সজিত দাশ, জাহাঙ্গীর মিয়া, আবেদ আলী, দেলোয়ার মিয়া, জলাল মিয়া, বিলাল মিয়া, জাকির মিয়া।
উল্লেখ্য, সিনিয়র সাংবাদিক এটিএম নুরুল ইসলাম খেজুর হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১৭মে সিলেট রাগিব-রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসারত অবস্থায় গত শনিবার সকাল সাড়ে ৯টায় ইন্তেকাল করেন। ওইদিন বেলা সাড়ে ৫টায় নবীগঞ্জের শাহী ঈদগাহ ময়দানে জানাযার নামাজ শেষে পারিবারিক খবর স্থানে দাফন করা হয়েছে।