Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আসামীর হামলায় আইনজীবি সহকারীর অবস্থায় আশংকাজনক

স্টাফ রিপোর্টার ॥ মামলা করার কারণে আসামীদের হামলায় আহত আইনজীবি সহকারী জামাল মিয়া (৩০) এর অবস্থা আশংকাজনক। দুর্বৃত্তরা তার হাত পা ভেঙ্গে দিয়েছে।
আহত সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার রাজাপুর গ্রামে মুসলেম মিয়ার পুত্র হবিগঞ্জ সদর কোর্টের আইনজীবি সহকারি মোঃ জামাল মিয়াকে গত ২৪ এপ্রিল সন্ধ্যায় একদল লোক মারধর করে অপহরণের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করে। এ ব্যাপারে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ আসামীদের গ্রেফতার করে। পরে এরা জামিনে মুক্তি পেয়ে জামালকে মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে। এ ঘটনায় জামাল আসামীদের বিরুদ্ধে থানায় একটি জিডি করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ১০ মে বিকেলে মনতলা রেল স্টেশন থেকে ১০/১৫ জন লোক তাকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। পরে পাশের একটি জঙ্গলে নিয়ে গাছের সাথে বেঁধে নির্যাতন করে হাত-পা ভেঙ্গে ফেলে। খবর পেয়ে মনতলা পুলিশ ফাড়িঁর পুলিশ জামালকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। ডাক্তার জানিয়েছেন, তার বাম পায়ে প্রচন্ড আঘাতের কারণে পচন ধরেছে এবং হাত ভেঙ্গে গেছে।