Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ঘুর্ণিঝড়ে লণ্ডভণ্ড নবীগঞ্জ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণি ঝড়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। গতকাল শনিবার বিকালে আধা ঘন্টাব্যাপী বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ি ঘর, গাছ পালা, কাঁচা ঘর বাড়ি, ঘরের চালা, বিদ্যুতের খুঁটিসহ ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে পৌর শহরের হোমল্যান্ড স্কুল, শহরের জেকে হাইস্কুল মার্কেটের কয়েক’টি দোকানের ছালে টিন উপড়ে গিয়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
জানা যায়, গতকাল শনিবার বিকালে নবীগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া ওই ঘূর্ণিঝড়ের ছোবলে পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামাঞ্চলে গাছপালা লণ্ডভণ্ড হয়ে যায়। অনেক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়।
অনেক শিক্ষা প্রতিষ্ঠানের টিন উপড়ে গিয়ে পার্শ্ববর্তী জমিতে পড়ে গিয়ে  ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রায় কয়েক শতাধিক ঘর বাড়ী লণ্ডবন্ড হয়ে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। এরমধ্যে পৌর এলাকার রাজাবাদ, কেলী কানাইপুর, রাজনগর, অভয়নগর, ছালামতপুরসহ বিভিন্ন এলাকা এবং সদর ইউনিয়নের দত্তগ্রাম, করগাওঁ ইউনিয়নের সাকুয়া, সর্দারপুরে ব্যাপক ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা না গেলে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। ঘুর্ণিঝড়ে বিধ্বস্থ পরিবারের লোকজন বিভিন্ন বাড়িতে আশ্রয় নিয়েছেন।