Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অবাধ নিরপেক্ষ ও সুষ্টু নির্বাচন না হলে জাতীয় পার্টি নির্বাচন বর্জন করতে বাধ্য হবে-আতিক হবিগঞ্জ-লাখাইবাসীর সহযোগিতা চাইলেন-আতিক

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনে জাতীয় পার্টি এমপি প্রার্থী মনোনীত হওয়ায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান আতিককে সংবর্ধনা দিয়েছে হবিগঞ্জ-৩ সদর লাখাই আসনের জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল জেলা জাপার দক্ষিণ শ্যামলীস্থ’ জেলা জাপার কার্য্যালয়ে আয়োজিত সংর্বধনা অনুষ্ঠানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুস ছোবান চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা যুবসংহতির সদস্য সচিব কাজল আহমেদের পরিচালনা অনুষ্ঠিত সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর লাখাই আসনে জাপা মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান আতিক। প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষের শান্তির জন্য জাতীয় পার্টি নির্বাচনে অংশ গ্রহণ করছে। অবাধ নিরপেক্ষ ও সুষ্টু নির্বাচন না হলে জাতীয় পার্টি নির্বাচন বর্জন করতে বাধ্য হবো। তিনি বলেন, পল্লীবন্ধু এরশাদ শুধু আমাকেই মনোয়ন দেননি। তিনি জাপা সর্বস্তরের নেতাকর্মীদের মনোয়ন দিয়েছেন তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। হবিগঞ্জ-সদর-লাখাইয়ে আওয়ামীলীগ ও নৌকা ঠেকাতে দলীয় নেতাকর্মীসহ সকলের সহযোগিতা কামনা করেন। সভায় তিনি হবিগঞ্জ-লাখাইবাসী দোয়া, আর্শিবাদ ও সার্বিক সহযোগিতা কামনা করেন। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যানদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন জেলা জাপার সহ-সভাপতি এডভোকেট আজমান আলী, আব্দুল মোক্তাদীর চৌধুরী অপু, যুগ্ম সাধারণ সম্পাদক মীর জিয়াউল হক জিয়া, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা ¯েচ্ছাসেবক পার্টির সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী,  জেলা ছাত্র সমাজের সভাপতি মোস্তাফিজুর রহমান ময়না, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মেম্বার, লাখাই উপজেলা সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন মাষ্টার, জেলা মহিলা পার্টির আহবায়ক রাবেয়া বেগম, সদস্য সচিব রতœা বেগম, আলহাজ্ব ফরিদ উদ্দিন,  বিপল্ব চন্দ্র দেব,  নিজবাহ উদ্দিন, বাহার উদ্দিন মেম্বার, নাসির উদ্দিন নাছু, অপু আহমেদ রওশন, সদর উপজেলা যুবসংহতির আহবায়ক নুরুল হুদা, সদস্য সচিব মইনুল হাসান দুলাল, যুগ্ম আহবায়ক নুরুল হক, স্বপন মেম্বার, লুৎফুর রহমান লিটন,  আফরাফ উদ্দিন জসিম, লাখাই উপজেলা ছাত্র সমাজের সভাপতি আবু লায়েছ স্বপন, সাধারণ সম্পাদক শাহাম্মদ আলী শান্ত, সদর উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আতাউর রহমান রিপন, ফারুক, নিজবাহ উদ্দিন, প্রভাষক রিপন আহমেদ প্রমুখ।