Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বহুলা গ্রামে এমপি আবু জাহিরের নামে হাই স্কুল প্রতিষ্ঠার সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামে হাই স্কুল প্রতিষ্ঠা ও রাস্তাঘাটের উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে গোপায়া ইউনিয়নের চেয়ারম্যান চৌধুরী মিজবাউল বারী লিটনের বাড়ীতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাবেক এমপি অ্যাডভোকেট চৌধুরী আব্দুল হাই। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান চৌধুরী মিজবাউল বারী লিটন, অধ্যক্ষ রফিক আলী, হাজী আরফান আলী, রফিকুল ইসলাম সরদার, আব্দুস সালাম, শাহ  মতিউর রহমান, আইয়ূব আলী, নুরুজ্জামন চৌধুরী, সালেহ আহমেদ, অ্যাডঃ শাহ ফখরুজ্জামান, সামছুজ্জামান চৌধুরী, জালাল মিয়া সরদার, রইছ আলী, জাকারিয়া চৌধুরী, জাহির আহমেদ, আব্দুল মালেক মেম্বার, সৈয়দ হোসেন, বুলবুল হাজী, শামিম আহমেদ, নুরুল হক টিপু, আব্দুল গনি সরদার, তানভীর আহমেদ জুয়েল, আহমদ আলী, আলমগীর মিয়া, লস্কর গাজী, ডাঃ মখলিছুর রহমান, রশিদ মিয়া, আব্দুস সালাম, নোমান মিয়া প্রমূখ।
সভায় এলাকাবাসীর বহু প্রত্যাশিত হাই স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠায় সবাই মিলে কাজ করার সিদ্ধান্ত হয়। পাশাপাশি হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডঃ মোঃ আবু জাহিরের নামে এই স্কুলের নামকরণেরও সিদ্ধান্ত হয়। স্কুলের জন্য নির্ধারিত স্থানে আজ থেকেই এলাকাবাসীর উদ্যোগে মাটি ভরাটের কাজ শুরু হবে। সভায় স্কুল প্রতিষ্ঠা ও গ্রামের রাস্তাঘাটের উন্নয়নের জন্য আওয়ামীলীগ পোদ্দারবাড়ী আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দের সাথে এলাকার মুরুব্বিদেরকে সম্পৃক্ত করে একটি কমিটি গঠন করা হয়।