Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে শেখ সুজাত এমপির নেতৃত্বে মহা সড়কের অবরোধ ॥ শ্রমিকদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ৭২ ঘন্টার অবরোধের ২য় দিনে গতকাল ঢাকা-সিলেট মহা সড়কের নবীগঞ্জের আউশকান্দিতে ১৮দলীয় জোটের অবরোধ কর্মসূচী পালিত হয়েছে। এছাড়া অবরোধ চলাকালে সংসদ সদস্য শেখ সুজাত মিয়া নেতৃত্বে মহাসড়কে বিক্ষোভ সমাবেশ করেছে ১৮ দল। ভোর থেকেই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির  সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া এমপির নেতৃত্বে বিএনপি সহ ১৮ দলীয় জোটের কয়েক শতাধিক নেতাকর্মী আউশকান্দি কিবরিয়া চত্ত্বরে অবস্থান নেয়। অবরোধ চলাকালে থানা পুলিশ ছিল সর্তক অবস্থায়। উপজেলার সর্বত্র অবরোধের কারণে কোন ধরনের যান চলাচল করতে পারেনি। সকাল ১১ ঘটিকায় একটি ইমা পরিবহন গাড়ী আটককে কেন্দ্র করে সিএনজি শ্রমিকলীগের সাথে বাধানুবাদের এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে অবরোধ কারীদের। পরে স্থানীয় লোকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। শ্রমিকলীগের কতিপয় শ্রমিক লাটি-সোটা নিয়ে বের হলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এর আগে আউশকান্দি ইউপির মডেলের বাজার এলাকায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করলে পুলিশ তাদের ধাওয়া করে। দুপুরে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া এমপির নেতৃত্বে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে আলহাজ্ব শেখ সুজাত মিয়া এমপি তার বক্তব্যে বলেন, কারো হুমকীতে ১৮ দল ভয় পায়না। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, আব্দুল বারিক রনি, শিহাব আহমদ চৌধুরী, যুবরাজ গোপ, মোর্শেদ আহমদ, এবাদুর রহমান দারা, এটি এম সালাম, আব্দুল বাকির চৌধুরী এমরান, সুহেল আহমদ চৌধুরী রিপন, আব্দুর রকিব, পিন্টু পুরকায়স্থ, জাহাঙ্গীর আলম, বেলায়েত হোসেন বেলাল, আব্দুল কাইয়ুম, যোশেফ বখ্ত চৌধুরী, জিতু মিয়া সেন্টু, আজিল চৌধুরী, আহমদ ঠাকুর রানা, শামীম আহমদ মনা, শাহ রুহেল, মিজানুর রহমান জুয়েল, আবুল কালাম মিঠু প্রমূখ।