Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ পৌরসভার প্রাক বাজেট মতবিনিময়

স্টাফ রিপোর্টার ॥ ২০১৫-২০১৬ অর্থবছরের বাজেট প্রণয়নের লক্ষ্যে হবিগঞ্জ শহরের বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সাথে প্রাক-বাজেট মতবিনিময় সভা করেছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ পৌর ভবনের সভাকক্ষে ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগমের সভাপতিত্বে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ আসন্ন বাজেটকে একটি শিক্ষা ও সংস্কৃতিবান্ধব বাজেট হিসেবে রূপদান করার ব্যাপারে গুরুত্বারোপ করেন। তারা বলেন, জনগণের প্রধান প্রধান সমস্যা যেমন পরিচ্ছন্নতা, বিদ্যুৎ, পানি সরবরাহসহ নাগরিক সেবা প্রদানের পাশাপাশি আদর্শ শিক্ষক, শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিকে সম্মাননা প্রদান এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য যথাযথ বরাদ্দ রাখা প্রয়োজন। এছাড়াও হবিগঞ্জের সাংস্কৃতিক সংগঠনগুলো উন্নয়নের জন্য বরাদ্দ রাখারও প্রস্তাব আসে সভায়।
সভায় ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর শেখ নূর হোসেন, মোঃ আলমগীর, মাহবুবুল হক হেলাল, পৌর সচিব নূরে আলম সিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস, টাউন ম্যানেজার মোঃ শফিউল্লাহ, প্রফেসর ইকরামূল ওয়াদুদ, প্রাবন্ধিক এম এ রব, শিল্পী আলাউদ্দিন আহমেদ, সুরবিতানের সাধারণ সম্পাদক মোঃ আবুল ফজল, পৌর কর্মচারী সংসদের সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস, সাধারণ সম্পাদক মহিবুর রহমান দুলন প্রমূখ।