Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাল্লা সীমান্তে সিসি ব্লক দিয়ে তৈরী হচ্ছে বাড়ীর দেয়াল গোয়ালঘর ঘাটলা

স্টাফ রিপোর্টার ॥ বাল্লা সীমান্তে পানি উন্নয়ন বোর্ড-এর নির্মিত কোটি কোটি টাকার সিসি ব্লক দিয়ে কেবল নদীর তীর সংরক্ষণ হচ্ছে তা নয়-এ ব্লক দিয়ে তৈরী হচ্ছে সাধারণ মানুষের বাড়ীর দেয়াল, গোয়ালঘর, ঘাটলা ও ড্রেনসহ অন্যান্য কাজ। ওই ব্লক সময়-অসময়ে ভারতেও পাচার হয়েছে একই কাজে ব্যবহার করার জন্য। কোটি টাকা ব্যয়ে নির্মিত সিসি ব্লক যেন পাউবো’র কাছে আশির্বাদ স্বরূপ। ১৯৯২ সালে সীমান্তের মোকামঘাট এলাকায় খোয়াই চরের ১৪০ বিঘা জমি নিয়ে বিরোধ চলাকালীন সময় থেকে খোয়াই নদীর তীর সংরক্ষণের তাগিদ অনুভুত হয়। ১৯৯৫ সালে প্রথম সীমান্তের টেকেরঘাট গ্রামের কাছে ২ কোটি টাকা ব্যয়ে পাথর সলিং করা হয়। খরস্্েরাতা খোয়াই’র পানির বেগে ওই পাথর নদী গর্ভে তলিয়ে গেলে সিসি ব্লক দিয়ে তীর সংরক্ষণের পরিকল্পনা গ্রহন করে পাউবি। ওই বিভাগ সীমান্তের বিজিবি ক্যাম্প, বাল্লা চেকপোষ্ট, বাল্লা কাষ্টম ও সীমান্ত গ্রাম রক্ষার নাম করে সময়ে সময়ে কোটি কোটি টাকা প্রকল্প গ্রহন করে সিসি ব্লক স্থাপন কাজে আত্মনিয়োগ করে। অপরদিকে বিএসএফ সীমানা চিহ্নিতকরণের দোহাই দিয়ে মাঝে-মধ্যে সিসি ব্লক স্থাপন কাজে বাধা দিতে থাকে। সীমান্তবাসিরা জানান, কুলিবাড়ী থেকে মোকামঘাট পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার নদীর তীর সংরক্ষণ কাজ বার বার করে সরকারী অর্থের যে অপচয় শুরু হয়েছিল তা এখনো অব্যাহত রয়েছে। বিগত ৮ বছর পূর্বে ১৯৬৪ নম্বর মেইন পিলারের কাছে নদীর তীর রক্ষায় একটি প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড। বর্তমানে যেখানে সিসি ব্লক ফেলার কাজ হচ্ছে সেখানে ওই ব্লক ফেলতে গেলে বিএসএফ বাধা দেয়। এতে বন্ধ হয়ে যায় এ কাজ। পরবর্তীতে কোটি টাকা ব্যয়ে নির্মিত সিসি ব্লক হরিলুট হয়ে যায়। সীমান্তের লোকজন ওই সিসি ব্লক দিয়ে বাড়ীর দেয়াল, গোয়ালঘর নির্মাণসহ নানা কাজ করতে থাকেন।
সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে, নদীর বিভিন্ন পয়েন্টে কখনো পাথর সলিং কখনো সিসি ব্লক ফেলছে পাউবো। যেন-তেন ভাবে এ কাজ করার কারনে বর্ষা মৌসুমেই ওই পাথর বা সিসি ব্লক নদী গর্ভে বিলিন হয়ে যায়। আবার নতুন করে শুরু হয় সলিং কাজ। সম্প্রতি সীমান্তের ১৯৬৪ মেইন পিলারের ৭ এস পিলারের কাছে সিসি ব্লক ফেলতে গেলে বিএসএফ বাধা দেয়। সম্প্রতি দু’দেশের সমঝোতার পর কাজ শুরু হয়। এ কাজে পাউবো নেয় ব্যাপক দুর্নীতির আশ্রয়। নদী ও ঝোপ-ঝাড়ে লুকানো পুরাতন সিসি ব্লক দিয়ে বর্তমানে তীর সংরক্ষণের কাজ করছেন ঠিকাদার। এ কাজে ব্যবহৃত হচ্ছে বে-নম্বরী ইট সুড়কী। গত বছর চুনারুঘাট উপজেলার কাকাউস গ্রামের অপ্রয়োজনীয় স্থানে ১ শ মিটার তীর সংরক্ষণ করার নাম করে হাতিয়ে নেয়া হয়েছে সরকারের লাখ লাখ টাকা। রাজার বাজার এলাকায় খোয়াই সেতু’র পশ্চিম তীরে ১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১’শ মিটার এলাকায় পাথর সলিং নদী গর্ভে বিলীন হয়ে সেতুটি ঝুকিপুর্র্ণ অবস্থায় এসে ঠেকেছে। এলাকাবাসী জানান, কাকাউস গ্রামের কাছে নির্মিত তীর রক্ষা প্রকল্পটি কার স্বার্থে নেয়া হয়েছে এবং বর্তমানে যেখানে সিসি ব্লক ফেলা হচ্ছে ওই কাজের মান কি পর্যায়ে আছে এর তদন্ত হলেই বেরিয়ে আসবে পাউবো’র তলের বিড়াল।