Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটের বাল্লা সীমান্তে নদীর তীর রক্ষা কাজে দুর্নীতি ॥ ‘কথা কম বলুন, নিরাপদ থাকুন ছেলে-সন্তানকে নিরাপদ রাখুন’

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের বাল্লা সীমান্তে খোয়াই নদীর তীর রক্ষা কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সাইট অফিসারকে ম্যানেজ করে ঠিকাদার পুরাতন সিসি ব্লক ও বে-নম্বরী ইটের শুড়কী দিয়ে কাজ করিয়ে হাতিয়ে নিচ্ছেন সরকারের কোটি টাকা। এ দুর্নীতির বিষয়ে অভিযোগ করেও কোন ফায়দা পাচ্ছেন না এলাকাবাসী। সাইট অফিসারের সার্বক্ষনিক পাহারায় চলছে এ দুর্নীতি। সীমান্তবাসিরা জানান, বাল্লা সীমান্তের ১৯৬৪ নম্বর মেইন পিলারের ৭ এস পিলারের কাছে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড খোয়াই নদীর তীর রক্ষায় ৩৮ মিটার এলাকায় সিসি ব্লক স্থাপন প্রকল্প গ্রহন করে। প্রকৃত ঠিকাদারের কাছ থেকে কাজটি কিনে এনে কাজ করাচ্ছেন স্থানীয় একজন ঠিকাদার। ঠিকাদার গত বছর সরকারের টাকায় নির্মিত পুরাতন সিসি ব্লক ও নিম্নœমানের ইটের শুড়কী দিয়ে কাজ করছেন সাইট অফিসারকে ম্যানেজ করে। বর্তমানে যেখানে সিসি ব্লক স্থাপন করা হচ্ছে সেখানে বিগত সময়ে ১ কোটি টাকা ব্যয়ে আরো একবার পাথর সলিং করা হয়েছিল। এদিকে এ কাজ সমাপ্ত হতে না হতেই একই এলাকার ১৯৬৫ নম্বর মেইন পিলারের কাছে ৮০ মিটার ও মোকামঘাট এলাকায় ২শ মিটার এলাকা জুড়ে তীর সংরক্ষণ প্রকল্প গ্রহন করে পানি উন্নয়ন বোর্ড। এসব প্রকল্প বাস্তবায়নে সরকারের খরচ হবে প্রায় ৩ কোটি টাকা। মোকামঘাটের ওই এলাকায় বিগত ৫ বছর আগে ২ কোটি টাকা ব্যয়ে পাথর সলিং কাজ করা হয়েছিল। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড খোয়াই নদীর তীর সংরক্ষণের নাম করে কোটি কোটি টাকার প্রকল্প গ্রহন করে সরকারী টাকা পকেটস্থ করছেন জনৈক নেতা ও পানি উন্নয়নের বোর্ডের কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদাররা। গত বছর কাকাউস গ্রামে অপ্রয়োজনীয় স্থানে সিসি ব্লক ফেলে ব্যাপক সমালোচনার জন্ম দেয় পানি উন্নয়ন বোর্ড। বাল্লা সীমান্তে সিসি ব্লক স্থাপন বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ পাউবি’র সাইট অফিসার আঃ মান্নান বলেন, কাজের মান বা দুর্নীতি সম্পর্কে সাংবাদিকরা কি জানবে ? এসব দেখবে পানি উন্নয়ন বোর্ড। কাজের সিডিউল দেখতে চাইলে তিনি বলেন, আপনি ডাক্তার না ইঞ্জিনিয়ার, যে আপনাকে সিডিউল দেখাতে হবে। তিনি এ প্রতিনিধির কানের কাছে মুখ নিয়ে বলেন, কথা কম বলুন, নিরাপদ থাকুন, ছেলে-সন্তানকে নিরাপদ রাখুন।
উল্লেখ্য যে, ভারতের বাধার মুখে দীর্ঘ ৪ বছর বন্ধ ছিল প্রকল্পটি। গত ৩ ফেব্র“য়ারি ভারতের আগরতলায় ত্রিপুরা রাজ্য সরকারের অতিথিশালায় হবিগঞ্জসহ বাংলাদেশের ৪ জেলা প্রশাসনের সাথে ভারতের ৬ জেলা প্রশাসনের বৈঠকে খোয়াই নদীর প্রতিরক্ষা বাধ সংস্কার নিয়ে আলোচনা হয়। এর প্রেক্ষিতে গত ২৮ ফেব্র“য়ারি উভয় দেশের প্রতিনিধি সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এরই ধারাবাহিকতায় ৫ মে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।