Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বক্তারপুর উচ্চ বিদ্যালয়ে কলেজ শাখার উদ্বোধন করলেন এমপি মজিদ খান

নবীগঞ্জ প্রতিনিধি ॥ এমপি এডভোকেট আব্দুল মজিদ খাঁন বলেন, জনসেবাকে আমি ইবাদত মনে রাজনীতি করছি। মানুষের কল্যাণে আমার নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদেরকে লেখাপড়া করে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে জাতিকে উন্নতির চরম শিখড়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, কিছু দিন পূর্বে হলদারপুর গ্রামে বিদ্যুতায়ন করা হয়েছে। বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয় ও এর আশপাশের বিদ্যাতায়ন কার্যক্রমও প্রায় শেষ পর্যায়ে। অল্প কিছুদিনের মধ্যেই সংযোগ দেয়া হবে। পর্যাক্রমে এ ইউনিয়নের বিদ্যুৎ সুবিধা বঞ্চিত অন্যান্য গ্রামেও বিদ্যুৎ পৌছে যাবে।
বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার শুভ উদ্বোধন ও কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। গতকাল বৃহস্পতিবার হাইস্কুল প্রাঙ্গণে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল হোসেন এর সভাপতিত্বে এবং শিক্ষিকা তাসলীমা খাতুন ও সাবেক ছাত্রী সানজিদা আক্তার জুই এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন, শিক্ষক মাওঃ হামিদুর রহমান, গীতা পাঠ করেন, উত্তম কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, দৈনিক হবিগঞ্জ আয়নার সম্পাদক রাশেদ আহমেদ খান, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি চৌধুরী ফরহাদ, উপজেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শোকরানা, সাংবাদিক আকিকুর রহমান সেলিম, সিনিয়র শিক্ষক মাসুদ মিয়া, আহসান হাবিব, ইউপি আওয়ামীলীগ সভাপতি ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মহিবুর রহমান, ডাঃ মুকিত, জুলফিকার আলী ভুট্টু, শিক্ষার্থীদের পক্ষে আব্দুল বাছিত, রেদোয়ান পাশা তামীম, নাঈমা আক্তার প্রমুখ।