Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৩৮তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড এর অধীনে ৩৮তম কেন্দ্রীয় পরীক্ষা বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসা কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুরু হয়েছে। পরীক্ষা চলবে আগামী ১ জুন পর্যন্ত। পরীক্ষা শুরু হওয়ার পূর্বে অত্র মাদ্রাসার পক্ষ থেকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশীর আহমেদ, কেন্দ্র প্রধান ও নায়েবে মুহতামিম জামিয়া ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসার মাওলানা আব্দুল আলীম, সিনিয়র ফাযিল মাদ্রাসার পিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, ভাইস পিন্সিপাল মাওলানা আতাউর রহমান, দারুল কোরআন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব হাফিজ আতাউর রহমান, সহ-সভাপতি মোঃ আলা উদ্দিন, সদস্য আব্দুল হামিদ খান, প্রবীণ সাংবাদিক হাফেজ সিদ্দিক আহমেদ, বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহ জাহান মিয়া, ব্যবসায়ী শেখ মুর্শেদ বক্স, দারু কোনআন মাদ্রাসার শিক্ষা সচিব আলহাজ্ব মাওলানা গোলাম কাদির প্রমুখ।
উল্লেখ্য, অত্র পরীক্ষা কেন্দ্রে ২৪টি মাদ্রাসা থেকে দরসিয়াত শাখার ১৭৩ জন, হিফজুল কোরআন শাখার ১৯ জন এবং নাযিরা শাখার ১০৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করছে। এদিকে অত্র মাদ্রাসায় সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় বোর্ড এর পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে মাদ্রাসার কর্তৃপক্ষকে।