Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যক্রম শুরু

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়েছে। কুর্শি ইউনিয়নের বাজকাশারা, গহরপুর, আমতৈল, সাদুল্লাহপুর, মোল্লারাই, ভুবিরবাক, হালিতলা ও বেরীগাঁও নিয়ে গঠিত অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের জন্য নির্ধারিত ভূমি পরিদর্শন এবং ভবন নির্মাণে ড্রইং সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বিকালে ভূমিদাতা যুক্তরাজ্য প্রবাসী গিয়াস উদ্দিন ও সহোদর পরিবারের দানকৃত ভূমিতে ড্রইং সম্পন্ন করেন প্রকৌশলী মোঃ শাহিন মিয়া। ২৮৫ ফুট দৈর্ঘ্য এবং ১৫৫ ফুট প্রস্থ ভূমিতে গহরপুর গ্রামের গীতিকার ও সমাজসেবক আবদুল মুকিতের তত্ত্ব¡াবধানে বিদ্যালয়ের ড্রইংকাজ সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার আলহাজ্ব আবদুস সাত্তার, আলহাজ্ব আবদুল হেকিম, হাজী ছনর উদ্দিন, হাজী ইছরাঈল মিয়া, বিশিষ্ট শিক্ষাবিদ আবদুল মালিক চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব বশির মিয়া, বাজকাশারা মসজিদের মোতাওয়াল্লি মোঃ মদচ্ছির মিয়া, ক্বারী আবদুস সালাম, বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক আবু ইউছুফ, নবীগঞ্জ ফিউচার গ্র“পের এমডি মোঃ সোহেল আহমদ, নবীগঞ্জ মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আমির উদ্দিন, কমরু মিয়া, আলা উদ্দিন প্রমূখ।
উল্লেখ্য, উপজেলার কুর্শি ইউনিয়নের ৮ গ্রামের প্রবাসীদের অর্থায়নে অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত চুড়ান্ত হয়েছে। গত ১২ মে উল্লেখিত এলাকার যুক্তরাজ্য প্রবাসীরা একত্রিত হয়ে গিয়াস উদ্দিন পরিবারের দানকৃত ভূমিতে বিদ্যালয় প্রতিষ্ঠায় ঐক্যমত পোষণ করেন। দ্রুততম সময়ের মধ্যে নির্ধারিত ভূমি রেজিষ্ট্রি করণ, চার প্রবাসী মোঃ আবদাল মিয়া, মুশাহিদ মিয়া, জামাল হোসেন এবং কুতুব উদ্দিনের নামে ব্যাংক একাউন্ট খোলার পর ট্রাষ্টি সদস্যদের নির্ধারিত অর্থ জমা দেয়ার সিদ্ধান্ত ছাড়াও এলাকার মনোনীত চারজনের নামে পৃথক একাউন্ট (সীমিত ও উপস্থিত ব্যয় নির্বাহের জন্য) খোলার সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী বছরের শুরুতে অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম নিয়ে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।