Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে উন্মুক্ত বাজেট সভা

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়নে উন্মুক্ত বাজেট পেশ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম এ বাজেট পেশ করেন। বাজেটের আয় ধরা হয়েছে ৮৩ লাখ ৬৫ হাজার ৭’শত টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৭২ লাখ ৮৩ হাজার ৫৫ টাকা। বাজেটে যোগাযোগ ও শিক্ষা খাতে সবচেয়ে বেশি ব্যয় ধরা হয়েছে। তবে এ বাজেটে নতুন কোন কর ধার্য্য করা হয়নি। ইউপি সচিব কাজী আবু খালেদের পরিচালনায় বাজেট অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল ওয়াহেদ, শাকির মোহাম্মদ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ রইছ উল্লা, অবসর প্রাপ্ত এ এস পি মোঃ আঃ হালিম খাঁন। এতে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, মা মনি’র প্রতিনিধি সাবিনা ইয়াছমিন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ রেজাউল করিম, ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান কাজল, এখলাছুর রহমান প্রমূখ।