Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জে সরকারী বরাদ্দে নির্মিত মুক্তিযোদ্ধার বাড়ী উদ্বোধন করছেন এমপি কেয়া চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ সরকারী বরাদ্দে শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় উবাহাটা গ্রামের বীর মুক্তিযোদ্ধা রাজিয়া খাতুনের বাড়ির ভবন উদ্বোধনকালে হবিগঞ্জ-সিলেট মহিলা আসনের এমপি এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এদেশের মুক্তিকামী মানুষরা পাকদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। যার ফলে দেশ স্বাধীন হয়। মুক্তিযুদ্ধে রাজিয়া খাতুনের অবদানও ভুলার নয়। তিনি সম্মুখ সমরে পাকদের সাথে লড়াই করেছেন। তাজা গ্রেনেড সরবরাহ করেন। এ গ্রেনেড পাক সেনাদের উপর নিক্ষেপ করা হয়েছে। তারপরও তাকে (রাজিয়াকে) মুক্তিযোদ্ধার সনদ দেয়া হয়নি।
তিনি বলেন- অবশেষে চেতনায় ৭১ হবিঞ্জের হয়ে আমি রাজিয়া খাতুনসহ ৬ বঞ্চিত নারীদের নিয়ে কাজ শুরু করি। যার ফলে তারা মুক্তিযোদ্ধা খেতাব পায়। আজ তারা মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিতে কাউ বলতে হবে না। এমপি কেয়া চৌধুরী বলেন- প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার মুক্তিযোদ্ধা রাজিয়া খাতুনের জন্য ভবন নির্মাণ বাবদ বরাদ্দ দিয়েছেন।
মুক্তিযোদ্ধা রাজিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি এমপি কেয়া চৌধুরী বলেন-ভবনের বরাদ্দ ছাড়াও (রাজিয়া খাতুনের) ঘরে সোলার নির্মাণের জন্য আমি ২৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছি। প্রয়োজনে আরো আরো বরাদ্দ দেব।
আল মাহমুদের পরিচালনায় এতে বিশেষ অতিথি’র বক্তৃতা করেন- উপজেলা নির্বাহী অফিসার মশহুদুল কবীর। বক্তব্য রাখেন- আব্দুল মন্নান মেম্বার, শওকত চৌধুরী, তারা মিয়া, আব্দুল ওয়াহিদ, ইমদাদুল হক মিলন, শাহিদুল হক প্রমুখ। আলোচনা শেষে এমপি কেয়া চৌধুরী অতিথিদের নিয়ে ভবন নির্মাণের কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।