Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সিভিল সার্জন কার্যালয়ে ১২০টি বাধাঁই ফেষ্টুন ও ১২০টি পোষ্টার সরবরাহ

প্রেস বিজ্ঞপ্তি ॥ স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর উদ্যোগে জনগণের মাঝে স্বাস্থ্য সচেতনা সৃষ্টির জন্য বিভিন্ন উপকরণের মাধ্যমে জনগণের মাঝে স্বাস্থ্য বার্তা পৌছে দেবার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রোগ প্রতিরোধ মা ও শিশু স্বাস্থ্য উন্নয়ন পারিপার্শ্বিক স্বাস্থ্যের উন্নয়ন, পুষ্টির উন্নয়ন ও পরিবার পরিকল্পনার উপর বিভিন্ন স্বাস্থ্য বার্তা প্রণয়ণ ফেষ্টুন ও বাধাই পোষ্টার মেমার্স  গ্লোাসি মিডিয়া ও রিদিম এর মাধ্যমে হবিগঞ্জ জেলার সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য শিক্ষা বিষয়ক উপরকণ গুলো সরবরাহ করা হয়েছে। বাধাঁই পোষ্টার ও ফেষ্টুন গ্রহণ করেছেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ কলিম উল্লাহ সিকদার। অত্র জেলার সিভিল সার্জন কার্যালয়ে ফেষ্টুন ১২০টি এবং বাধাঁই পোষ্টার ১২০টি সরবরাহ করা হয়েছে। উপকরণ গুলো ব্যবহারের মাধ্যমে জনগণ স্বাস্থ্য বার্তা সম্পর্কে অবহিত হতে পারবে। জনস্বাস্থ্য উন্নয়নে উদ্যোগটি বিশেষভাবে অর্থবহ এবং জনগণের স্বাস্থ্য জ্ঞান বৃদ্ধিতে সহায়ক হবে। অত্র জেলার স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, সিভিল সার্জনের কার্যালয় ও মেসার্স গ্লোসি মিডিয়া এ উদ্যোগেকে আমরা জানাই।