Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পুলিশের দায়েরকৃত ৪টি মামলায় আদালতে আত্মসমর্পণ ॥ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ কারাগারে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদকে বিস্ফোরক মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার দুপুরে সৈয়দ মুশফিক আহমেদ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম নিশাত সুলতানা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্র জানায়, বিএনপি’র লাগাতার অবরোধ চলাকালে শহরের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, পুলিশের সাথে সংঘর্ষ ইত্যাদি অভিযোগে সৈয়দ মুশফিক আহমেদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ৪টি মামলা দায়ের করে। পুলিশ তাকে গ্রেফতার করতে হন্যে হয়ে খুজতে থাকে। বার বার অভিযান চালিয়েও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। তাকে গ্রেফতার করতে না পেরে তার বাসাবাড়ি তছনছ করা হয়। এদিকে অবরোধ চলাকালে পুলিশের দায়েরকৃত ওইসব মামলায় গ্রেফতার এড়িয়ে সৈয়দ মুশফিকের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা চোরাগোপ্তাভাবে আন্দোলন চালিয়ে যেতে দেখা যায়।
এদিকে দীর্ঘদিন পুলিশী গ্রেফতার এড়িয়ে সৈয়দ মুশফিক আহমেদ গতকাল সোমবার আদালতে আত্মসমর্পণ করে তার বিরুদ্ধে দায়েরকৃত ৪ মামলায় জামিন প্রার্থনা করেন। দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ বিচারক ৩টি মামলায় তার জামিন মঞ্জুর করলেও বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।