Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় বক্তারা ॥ হরতাল অবরোধে পরিবহন সেক্টর ক্ষতিগ্রস্থ হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ হরতাল অবরোধে দেশের পরিবহন সেক্টর মারাত্মক ক্ষতিগ্রস্থ হচ্ছে। পরিবহন শ্রমিকদের অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে সরকারি ও বিরোধী দলের প্রতি দাবি জানিয়েছেন হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা। গত শনিবার দিনভর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সম্মেলন ও বার্ষিক সাধারণ সভায় বক্তারা এ দাবি জানান।
জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত সংগঠনের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজিব আলী পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন সহ-সভাপতি হাজী মলাই মিয়া, শাহ রমজান আলী, যুগ্ম সম্পাদক ইয়াউর মিয়া, সহ সম্পাদক দিওয়ারিছ মিয়া, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, কোষাধ্যক্ষ রঞ্জিত কুমার দেব, শ্রম ও কল্যাণ সম্পাদক বেলাল মিয়া, প্রচার সম্পাদক আলী হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শামসুল হক চৌধুরী, নবীগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি ইয়াউর মিয়া, সদস্য আব্দুস সালাম প্রমুখ। সভার শুরুতেই সংগঠনের সাধারণ সম্পাদক সজীব আলী বিগত বছর গুলোর আয়-ব্যায়ের হিসাব এর রিপোর্ট পেশ করেন এবং নিহত শ্রমিকদের উপর শোক প্রস্তাব পাঠ করেন। পরে সর্বসম্মতিক্রমে বার্র্ষিক রিপোর্ট গ্রহীত হয়। শেষে বিভিন্ন দুর্ঘটনায় নিহত পরিবহন শ্রমিকদের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করা হয়।  সম্মেলনে সিদ্ধান্ত গ্রহন করা হয় আগামী জানুয়ারীর মধ্যেই একটি গ্রহন যোগ্য নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের নয়া কার্যকরি কমিটি গঠন করা হবে।