Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ৩ গ্রামবাসীর সংবাদ সম্মেলন ॥ মামলাবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের দেবপাড়া ইউনিয়নের পূর্ব দেবপাড়া, কবুলেশ্বর ও হোসেনপুর গ্রামের নিরীহ লোকজনকে একই ইউনিয়নের সদরঘাট গ্রামের লন্ডন প্রবাসী আছাদ মিয়া, মামদ আলী ও আলমগীর মিয়া মিলে হয়রানী করা হচ্ছে বলে ।াভযোগ আনা হয়েছে। গতকাল সোমবার নবীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করা হয়। লিখিত অভিযোগে বলা হয়, কথিত র‌্যাবের সোর্স দাবীদার লন্ডন প্রবাসী আছাদ মিয়া, মামদ আলী ও আলমগীর মিয়ার হয়রানীমূলক কর্মকান্ডে সাধারণ মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে তারা অন্যায়ভাবে ৩ গ্রামের লোকজনের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে। সম্প্রতি ৩ গ্রামবাসীর পূর্ব পুরুষের আমল থেকে ভোগ দখলে থাকা পতিত ও গোচারণ ভূমিতে জোরপূর্বক মাটি কাটার চেষ্টা করলে বাধা দেয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা একটি মিথ্যা মামলা দায়ের করে। পরবর্তীতে উক্ত আছাদ মিয়া তার মামাতো ভাই ছালিক মিয়াকে লুকিয়ে রেখে ছালিক মিয়ার ভাই রফিক মিয়াকে বাদী সাজিয়ে গ্রামের লোকদের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করায়। পুলিশ গত ২৮ এপ্রিল মৌলভীবাজার এলাকা থেকে কথিত অপহৃত ছালিক মিয়াকে উদ্ধার করে ১৬৪ ধারায় কোর্টে জবানবন্দি লিপিবদ্ধ করেন। উদ্ধারকৃত ছালিক মিয়া মৌলভীবাজার থানায় পুলিশের নিকট দেয়া জবানবন্দিতে জানায়, সে ওই এলাকায় ব্র্যাক অফিসে ৭ মাস যাবৎ কর্মরত। উক্ত মামলা সম্পর্কে সে অবগত নয়।
সংবাদ সম্মেলনে আরো উল্লেখ করা হয়, আছাদ মিয়ার সহযোগী আলমগীর ও মামদ আলী এলাকায় থানার দালাল হিসেবে পরিচিত। তারা নিজেকে র‌্যাবের সোর্স বলেও দাবী করে। এতে করে গ্রামের সাধারণ মানুষকে নানা ভয়ভীতি প্রদর্শন করে মামলার ভয় দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নেয়। তাদের এ ধরণের কর্মকান্ডে এলাকার মানুষ চরম নিরপত্তাহীনতায় রয়েছে। এছাড়া মামদ আলী একটি ধর্ষণ মামলার আসামী। তাদের মিথ্যে মামলায় হয়রানীর শিকার হয়ে অনেকেই সর্বস্বান্ত হয়েছেন বলে উল্লেখ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট ব্যক্তি আজিজুর রহমান মধু মিয়া, আমীর হোসেন, মতলিব মিয়া, আব্দুর নুর, কাচন মিয়া, তাজুদ মিয়া, অলিদুর রহমান, ছালিক মিয়া প্রমুখ।