Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে ১শ’ গ্রাম পুলিশকে ব্যারিষ্টার সুমনের মোবাইল প্রদান

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বেতন দেয়া হয় গ্রাম পুলিশদের। ফলে সকল গ্রাম পুলিশের মোবাইল ফোন কেনা হয়ে উঠে বাধ্যতামূলক। মাত্র ১৯শ’ টাকা বেতন পেয়ে যেখানে সংসার চালানোই দায়, সেখানে মোবাইল কেনা অবান্তর স্বপ্ন ছাড়া কিছুই নয় তাদের কাছে। এই আকাশকুসুম স্বপ্ন পূরণ করতে না পারায় ৫ মাস ধরে বেতন পাচ্ছে না চুনারুঘাট উপজেলার ১শ’ গ্রাম পুলিশ। এ খবর এলাকায় জানাজানি হলে তাদের দুর্শশা লাঘবে এগিয়ে আসেন এলাকার তরুণ আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সুমন শনিবার দুপুরে সবার হাতে তুলে দেন একটি করে মোবাইল ফোন ও সিম কার্ড। স্থানীয় এরশাদ আম্বিয়া কিন্ডার গার্টেনে মোবাইল ফোন বিতরণকালে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশহুদুল কবির, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী প্রমূখ।
মোবাইল ফোন পেয়ে গাজীপুর ইউনিয়নের গ্রাম পুলিশ সাহেনা বেগম জানান, এখন বেতন পেতে আর কোন সমস্যা হবে না। তিনি ব্যরিস্টার সুমনকে ধন্যবাদ জানান।