Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুর পৌরসভাকে সীমান্তিকের তামাক বিরোধী গাইড লাইন হস্তান্তর

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ সীমান্তিক তামাক মুক্ত সিলেট প্রকল্পের সহযোগীতায় মাধবপুর পৌরসভা কর্তৃক প্রণীত ধূমপান মুক্তকরণ নির্দেশিকাটি গাইড লাইন আকারে পৌর মেয়র হিরন্দ্র লাল শাহার নিকট হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১টায় পৌরসভা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে ব্যক্তব রাখেন। পৌর সচিব মোঃ ফারুক আহমেদ, কাউন্সিলর সাহাবানু আক্তার, ইসরাত জাহান ডলি, স্বপ্না পাল, গোলাপ খাঁন, হরি দাস রায়, সামসুর আলম, আবুল বাশার, এমদাদুর রহমান, সুরঞ্জন পাল, দুলাল চন্দ্র মোদক, বিমল চন্দ্র রিশি, দুলাল খা, এনটিসি সদস্য আবুল হোসেন সবুজ, সীমান্তিকের মাঠ কর্মকর্তা সৈয়দ হামিদ আহমেদ, পৌর যুবলীগ সাংগটনিক সম্পাদক মেহেদী হাসান কুতুব প্রমুখ। উল্লেখ্য যে, ২০১৪ সালের ২এপ্রিল মাধবপুর পৌরসভা সীমান্তিক তামাক মুক্ত সিলেট প্রকল্পের সহযোগীতায় ধূমপান মুক্তকরণ বিষয়ক একটি নির্দেশিকা প্রণয়ন করে সীমান্তিকের নিকট হস্তান্তর করে। পরে সীমান্তিক ঐ নির্দেশিকাটি বই আকারে প্রকাশ করে বুধবার পুনরায় পৌরসভাকে হস্তান্তর করেছে।