Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিভিন্ন প্রকল্পে এমপি কেয়া চৌধুরী’র ৫০ মে:টন গম ও ১০ লাখ টাকা বরাদ্দ

স্টাফ রিপোর্টার ॥ এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর অনুকুলে ২০১৪-১৫ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় হতে নবীগঞ্জ-বহুবল নির্বাচনী এলাকায় ২য় পর্যায়ে ৫০ মে:টন গম ও ১০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
প্রকল্পগুলো হচ্ছে-ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে সোলার স্থাপন ও রাস্তায় মাটি ভরাট কাজে ১লাখ ৫০হাজার টাকা। আলিফ সোবহান চৌধুরী বিশ্ববিদ্যালয়ে মসজিদে সোলার স্থাপন ও মাঠ সংস্কার কাজে ২লাখ। পশ্চিম অমৃতা বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে সোলার স্থাপন, আসবাবপত্র ও মাঠ সংস্কার কাজে ২লাখ টাকা। বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির অফিস ঘর নির্মান কাজ ১লাখ ৫০হাজার টাকা। হাসনাবাদ জামে মসজিদে সোলার স্থাপন ও হাসনাবাদ গ্রামের শামসু মিয়া বাড়ির নিকট হইতে মধুপুর বৃন্দাবন রাস্তা সংযোগ স্থলে রাস্তার মাটির কাজ ৮ মেট্রিক টন গম, সুচিন গ্রামের শাহী ঈদগাহ সংস্কার মাটি ভরাট ও কালভার্ট সংস্কার কাজে ৯ মেট্রিক টন। শ্রীমতপুর গ্রামের মক্তবে সোলার স্থাপন ও উত্তরহাটির হইতে হাওরের মরা গাং পর্যন্ত রাস্তা মাটি ভরাট ও ইটসলিং কাজে ১লাখ ৫০হাজার। রাজরানী সুভাষিনী বালিকা উচ্চ বিদ্যালয়ে সোলার স্থাপন ও আসবাবপত্র বাবদ ৮ মেট্রিক টন। পাগলনাথ মন্দির নির্মান ও কবরস্থান হইতে মসজিদের রাস্তা সংস্কার ৯ মেট্রিক টন। শ্রী-শ্রী রাখাল ঠাকুর বৃক্ষ প্রাঙ্গন মন্দির সংস্কার ভুবিরবাগ গ্রামের ২নং সরকারী প্রাথমিক স্কুলের পশ্চিম রাস্তা হতে বটবৃক্ষ রাস্তা পর্যন্ত মাটির কাজ ৮মেট্রিক টন। দেউন্দি চা বাগানে সৎসঙ্গ মন্দিরে সোলার স্থাপন ও প্রতিক থিয়েটার মঞ্চ নির্মান কাজে ১লাখ ৫০হাজার টাকা এবং ধরাধরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সোলার স্থাপন ও মাঠ সংস্কার দক্ষিণ সুরমা সিলেট সদর ৮মেট্রিক টন।