Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে আওয়ামীলীগ নেতার দু’দফা জানাযা শেষে দাফন সম্পন্ন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও শহরের বিশিষ্ট ব্যবসায়ি আলহাজ্ব মোতাহির মিয়ার দু’দফা জানাযা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩টায় শহরের জেকে উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শহরের ব্যবসায়ি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লী অংশ গ্রহণ করেন। ইমামতি করেন অধ্যক্ষ মাওলানা আফজল হোসেন। নিহতের গ্রামের বাড়ী উপজেলার শাহবাজপুর দ্বিতীয় দফা জানাজা শেষে তাকে গ্রাম্য কবরস্থানে চির নিদ্রায় শায়িত করা হয়। সন্ত্রাসী হামলায় নিহত আওয়ামীলীগ নেতা মোতাহির মিয়ার খুনীদের গ্রেপ্তারের দাবিতে উপজেলা ও পৌর আওয়ামীলীগের তরফ থেকে গতকাল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাজ ধারণসহ ১দিনের শোক কর্মসূচী পালিত হয়েছে।
সোমবার রাতে পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান চৌধুরী ও তার সহযোগীদের হামলায় মোতাহির মিয়া নিহত হন। তুচ্ছ ঘটনা নিয়ে দু’জনের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে মোতাহির মিয়াকে মারপিট করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আহতবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট মেডিকেল প্রেরণ করেন। রাত ১২টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরিপোর্ট লিখা পর্যন্ত থানায় মামলা হয়নি। জানাজায় অংশ গ্রহণ করেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল মজিদ খান এমপি, হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ, পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, জেলা আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট আইনজিবী এডভোকেট আবুল ফজল, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল বাতেন খাঁন, সিলেট মেডিকেলের ইনচার্জ ডা. মুর্শেদ আহমদ চৌধুরী, আওয়ামীলীগ নেতা শাহ নেওয়াজ মিলাদ গাজী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, উপজেলা যুবলীগ আহবায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি আবদুল গফুর চৌধুরী, সাবেক চেয়ারম্যান আবদুর রউপ, উপজেলা আওযামীলীগের সাবেক সাধারন সম্পাদক আবু সিদ্দিক, যুগ্ম সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, পৌর আওয়ামীলীগের সভাপতি মুজাহিদ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রিজভী আহমদ খালেদ, নবীগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইয়াওর মিয়া, মাইটিভির সিলেট ব্যুরো চীফ কয়েছ গাজী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইমদাদুল হক চৌধুরী, আবদুল মুহিত চৌধুরী, শাহেদ গাজী, গাজী মোহাম্মদ আশফাক নাহেদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমদ খাঁন প্রমূখ।